লোবেরার ওড়িশা এবার খোলনলচে দল গুছিয়ে নিচ্ছে। কয়েক দিনের ব্যবধানে একসঙ্গে ১১ জন দেশি-বিদেশি তারকাদের বাতিল করেছে ওড়িশা। এর মধ্যে রয়েছে ইস্টবেঙ্গল সই করে ফেলা নন্দকুমার, সাউল ক্রেসপো-ও। সের্জিও লোবেরা ভারতে নতুন সিজনে ফুটবল সাফল্যের জন্য ভরসা করছেন নিজের পুরোনো শিষ্যদের ওপরেই।
মুম্বই সিটি এফসির সঙ্গে সেনেগালিজ এবং মরোক্কান তারকা মুর্তাদা ফল এবং আহমেদ জাহুর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ৩১ মে। মুম্বইয়ের সঙ্গে আর চুক্তি নবীকরণ করছেন না ফল, জাহু। নতুন সিজনে তাঁদের খেলতে দেখা যাবে নিজের পুরোনো গুরু সের্জিও লোবেরার কোচিংয়ে। মরোক্কান লিগে মোঘরেব তিটোয়েন, আইএসএল-এ এফসি গোয়া এবং মুম্বই সিটি এফসিতে সের্জিও লোবেরার কোচিংয়ে খেলেছেন ফল, জাহু। এবার চতুর্থ ক্লাবে গুরুর সঙ্গে রিইউনিউন ঘটতে চলেছে দুই বিদেশি তারকার।
এফসি গোয়ায় দু-বছর খেলার পর ফল পাড়ি দিয়েছিলেন মুম্বই সিটি এফসিতে। গোয়া এবং মুম্বই সিটি এফসি দুই দলের জার্সিতেই আইএসএল জিতেছেন। সুপার কাও, লিগ উইনার্স শিল্ড-ও জিতেছেন ৩৫ বছরের তারকা। সেন্টার ব্যাক হিসাবে মুর্তাদা ফলের গ্রহণযোগ্যতা নিয়ে কোনও সংশয়ই নেই। মুম্বইয়ের হয়ে প্ৰথম সিজনেই আইএসএল-ডাবল লিগ উইনার্স শিল্ড এবং ট্রফি দুইই জিতেছিলেন।
সের্জিও লোবেরা মুম্বই সিটি এফসি ছাড়ার পর নতুন কোচ হয়ে আসেন দেশ ব্যাকিংহ্যাম। তাঁর কোচিংয়ে মুম্বই প্রথম সিজনে পঞ্চম স্থানে ফিনিশ করলেও, গত বছর মুম্বই ফের সাফল্যের সরণিতে। লিগ উইনার্স শিল্ড জেতেন ব্যাকিংহ্যাম। আর মুম্বইয়ের সাফল্যের অন্যতম কারিগর সেন্টার ব্যাক মুর্তাদা ফল এবং আহমেদ জাহু।
মাঝমাঠের ইঞ্জিন ধরা হয় জাহুকে। ওয়ার্কলোড নিয়ে খেলতে পারেন। পিনপয়েন্ট ফরোয়ার্ড পাস বাড়ানো হোক সেটপিসে গোলের দরজা খোলা- জাহুর স্কিল অনস্বীকার্য। ডেবিউ সিজনেই মুম্বইয়ের হয়ে লিগ উইনার্স শিল্ড এবং চ্যাম্পিয়ন ট্রফি জিতেছিলেন। এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও নিজের জাত চিনিয়েছেন জাহু।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলের অফার প্রত্যাখ্যান, চ্যাম্পিয়ন তারকা যোগ দিচ্ছেন গুরু লোবেরার ওড়িশায়
সবমিলিয়ে মুর্তাদা ফল মুম্বই সিটি এফসির হয়ে শেষ তিন সিজনে ৬৮ ম্যাচ খেলেছেন ফল। ডিফেন্ডার হয়েও গোল করেছেন ৮টি। এসিস্ট ৩টি গোলে। কর্ণার বা সেটপিস থেকে ফল বক্সের মধ্যে বরাবর ভয়ঙ্কর। এরিয়াল বলে বিপজ্জনক তিনি।
মুর্তাদা ফল এবং আহমেদ জাহুর আগমনে ওড়িশা যে আরও শক্তিশালী হল বলার অপেক্ষা রাখে না। সূত্রের খবর, লেনি রদ্রিগেজের সঙ্গেও চুক্তি কার্যত পাকা জাগারনাটসদের। কিছুদিন আগেই মুম্বই ছাড়ার ঘোষণা করেছেন মন্দার রাও দেশাই। তাঁর-ও ওড়িশায় যোগ দেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কথাবার্তা চালানো হচ্ছে সাহাল আব্দুল সামাদের সঙ্গেও।
আরও পড়ুন: ১১ ফুটবলার একসঙ্গে বাতিল ওড়িশায়! পুরোনো স্কোয়াডের কোনও চিহ্নই রাখছেন না লোবেরা
লোবেরার ওড়িশা যে এবার ট্রান্সফার সিজনে ঝড় তুলতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহই নেই।