/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/east-bengal-10.jpg)
গত মরশুমটা স্বপ্নের কেটেছে সালেম থেকে উঠে আসা তারকার। এখনই দেশের সেরা উঠতি প্রতিভা বলা হচ্ছে তাঁকে। সেই নন্দকুমার সেকার এবার ওড়িশা এফসি ছেড়ে দিলেন। শীঘ্রই যোগ দেবেন ইস্টবেঙ্গলে।
বৃহস্পতিবার একসঙ্গে ছয় তারকাকে বাতিল করেছিল ওড়িশা। এর মধ্যে ইস্টবেঙ্গল যোগ দিতে চলা সাউল ক্রেসপোও ছিলেন। বিদেশি পেদ্রো মার্টিনের সঙ্গেও চুক্তি নবীকরণ করেনি জাগারনাটরা। চলতি মে মাসের ৩১ তারিখেই ওড়িশার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে নন্দকুমারের। কলিঙ্গ রাজ্যের ফ্র্যাঞ্চাইজি নন্দকুমারের সঙ্গে চুক্তি নবীকরণ করতে চাইলেও নন্দকুমার আপাতত নতুন চ্যালেঞ্জের লক্ষ্যে ইস্টবেঙ্গলে পা রাখছেন। জোসেফ গামবাউয়ের পর খেলবেন এবার কার্লেস কুয়াদ্রাতের কোচিংয়ে।
আরও পড়ুন: ৩ কোটি টাকা ট্রান্সফার ফি’তে সেরা প্রতিভাকে নিলেন ফেরান্দো! ISL-এর তৃতীয় দামি বিদেশিও সবুজ-মেরুনে
নিজের রাজ্যের দল চেন্নাই সিটির হয়ে আইলিগে আত্মপ্রকাশ নন্দকুমারের। এক সিজন খেলার পরেই চেন্নাই সিটি থেকে লোনে আইএসএল ফ্র্যাঞ্চাইজি ওড়িশা এফসিতে যোগ দেন। তারপর থেকে টানা সাত মরশুম ওড়িশার হয়ে খেলেছেন।
যত দিন গড়িয়েছে উইং নির্ভর আক্রমণে ওড়িশার প্রধান অস্ত্র হয়ে দাঁড়িয়েছেন। সবমিলিয়ে তামিলনাড়ুর এই উইঙ্গার ভুবনেশ্বর বেসড ফ্র্যাঞ্চাইজির হয়ে ৯৭ ম্যাচ খেলে ১৬ গোল করেছেন।
আরও পড়ুন: KKR-এর নামে সরাসরি নালিশ CAB-কে! লাল-হলুদের বিষ্ফোরক চিঠির পক্ষেই সওয়াল মোহনবাগানের
গত সিজনে আইএসএল-এ নিজের জাত চিনিয়েছিলেন তামিল ফুটবলার। আইএসএল-এ হাফডজন গোল করেছিলেন। তাঁর দুরন্ত ফর্মের জোরেই ওড়িশা প্ৰথমবারের মত সুপার কাপ-ও জিতে নেয়। যে ট্রফির সৌজন্যে ওড়িশা এবার এএফসি কাপের কোয়ালিফায়ারে খেলার যোগ্যতা অর্জন করেছে। আর ব্যক্তিগত দুরন্ত পারফরম্যান্স-এর সুবাদে আসন্ন হিরো কন্টিনেন্টাল কাপেও জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেয়ে গিয়েছেন তিনি।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন ক্লাব ছাড়লেন দেশের সেরা উঠতি প্রতিভা, এবার গন্তব্য ইস্টবেঙ্গল
ওড়িশা এফসি ছাড়তে চায়নি নন্দকে। তবে বিদায় জানাতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রিয় তারকাকে নিয়ে একের পর এক পোস্ট করা হল ওড়িশা এফসির তরফে। লম্বা এক পোস্টে আবেগঘন বার্তায় ওড়িশা লিখল, "'আমাদের নিজস্ব এক' শব্দবন্ধনী প্রায়ই অযথা ব্যবহার করা হয়ে থাকে। আসলে এই শব্দ অগণিত আবেগ, বন্ধনের প্রতিনিধিত্ব করে থাকে। যা চিরস্থায়ী। আমরা গর্বিতভাবে, কোনও দ্বিধা ছাড়াই ঘোষণা করছি যে নন্দ 'আমাদেরই একজন'। ও আমাদের ছেলে, আমাদের বন্ধু এবং আমাদের ভাই। নন্দ সবসময় আমাদের দলের জন্য সবকিছু দিয়েছে। তিনি ইনজুরি নিয়েও খেলে।চরম দায়বদ্ধতার নিদর্শন রেখেছেন। ব্যক্তিগত সমস্যাকে ধরে সরিয়ে এবং ক্লাবের প্রতিটি সদস্যকে হাসিমুখে অভ্যর্থনা জানিয়েছেন, যেকোনও পরিস্থিতি নির্বিশেষে।"
The term “One of our own”, is often used frivolously. It represents a myriad of emotions and bonds that are everlasting.
Hence we will never hesitate to proudly declare that Nandha is “one of our own”. He is our boy, our friend and our brother.
He has always given everything… pic.twitter.com/anIKRtopEh— Odisha FC (@OdishaFC) May 26, 2023
"এবং এই বছর, নন্দ নিজেকে আরও উজাড় করে দিয়েছেন। স্মৃতি চিরস্থায়ী। তাই ওঁকে বিদায় জানানো কঠিন। আমরা আনন্দিত যে ও ওডিশা এফসিতে নিজের পর্বের ইতি ঘটিয়েছে দলকে ট্রফি জিতিয়ে। দলকে বিদায় জানানোর এর থেকে ভালো উপায় আর কী হতে পারে! শেষ পর্যন্ত, আমরা কেবল যা বলতে পারি তা হল, 'ধন্যবাদ! এভাবেই ভালো করে খেলা চালিয়ে যাও!' নন্দ, আপনি সর্বদা একজন জুগারনাট এবং একজন কলিঙ্গ যোদ্ধা থাকবেন। ওড়িশা এফসি সবসময় আপনার বাড়ি হবে।"
আরও পড়ুন: চুক্তি রয়েছে, তবু তারকা বিদেশিকে বাতিল করতে চাইছে ইস্টবেঙ্গল! তুঙ্গে দর কষাকষি
যাইহোক, ইস্টবেঙ্গলে উইঙ্গার হওয়ার লড়াইয়ে নন্দকুমারকে অবশ্য তীব্র প্রতিদ্বন্দিতার মুখে পড়তে হবে নাওরেম মহেশ এবং ভিপি সুহেরের কাছ থেকে। তবে অভিজ্ঞতায় এগিয়ে থাকা নন্দকুমারই সম্ভবত কার্লেসের ফার্স্ট চয়েস হবেন। এই নিয়ে সন্দেহ নেই।