Advertisment

কামিন্স-সাদিকুর থেকেও হাইপ্রোফাইল! বিশ্বকাপ খেলা Man U সুপারস্টার এবার ISL-এ

চলতি আইএসএল ট্রান্সফার সিজনের সবথেকে হাইপ্রোফাইল চুক্তি আপাতত এটাই

author-image
Subhasish Hazra
New Update
NULL

আইএসএল-এ নক্ষত্রখচিত দল গড়ছে মোহনবাগান। জেসন কামিন্সকে টুর্নামেন্টের ইতিহাসে সবথেকে বেশি অর্থ দিয়ে এ লিগে থেকে সই করিয়েছে বাগান। সেই সঙ্গে আলবেনিয়ান সুপারস্টার আর্মান্দো সাদিকুর জার্সির রং-ও এবার সবুজ মেরুন।

Advertisment

তবে মোহনবাগান নয়, চলতি ট্রান্সফার সিজনের সবথেকে হাইপ্রোফাইল চুক্তি করে ফেলল মুম্বই সিটি এফসি। মুম্বই জার্সিতে এবার খেলতে দেখা যাবে নাইজেরিয়ান সুপারস্টার অডিয়ন ইগালহো। সৌদি প্রো লিগ এখন বিশ্বের নামি তারকাদের ঠিকানা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আল নাসেরে ফুটবল ইতিহাসের সেরা চুক্তি করে ইউরোপ থেকে ফুটবলারদের এক্সোডাস শুরু করেছিলেন কাতার বিশ্বকাপের পর। তারপর এনগোলো কঁতে, করিম বেনজিমা, তালিসকা, কলিবলিদের জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় সেরা লিগ হয়ে উঠেছে সৌদি প্রো লিগ। সেই লিগেই গত সিজনে আল হিলালের জার্সিতে ২৬ গোল করে ঝড় তুলেছিলেন। আল হিলালের সঙ্গে চুক্তি শেষে ইগালহো আপাতত পাড়ি জমাচ্ছেন আইএসএল-এ। খেলবেন মুম্বই সিটির জার্সিতে।

৩২ বছরের নাইজেরীয় তারকা আইএসএল-এর ইতিহাসে অন্যতম হাইপ্রোফাইল হিসাবেই নাম লেখাতে চলেছেন। নাইজেরীয় ক্লাব প্রাইম থেকে উত্থান। তারপর বর্ণময় কেরিয়ারে খেলেছেন লা লিগা, ইপিএল, চাইনিজ সুপার লিগে। লা লিগায় গ্রানাডার হয়ে দুটো স্পেলে খেলেছেন চার মরসুম। ইপিএলে ওয়াটফোর্ডের হয়েও খেলেছেন টানা চার সিজন। চায়না সুপার লিগে খেলেছেন চেনচুন ইয়াতাই, সাংহাই সেনহুয়ার হয়ে। লোনে একবছর খেলেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে। ম্যান ইউ পর্ব সেরেই নাম লিখিয়েছিলেন সৌদি প্রো লিগে। প্ৰথম সিজনে আল শাদাবের হয়ে খেলে ৩১ গোল করে লিগের টপ স্কোরার হন। তারপরে তাঁকে সই করায় আল হিলাল।

২০১৫ থেকেই জাতীয় দলের নিয়মিত সদস্য। ক্লাব হোক বা দেশ-যেখানেই খেলেছেন গোলের বন্যা বইয়ে দিয়েছেন। ক্লাব কেরিয়ারে ২০৯ গোল করেছেন। জাতীয় দলের হয়েও গোলসংখ্যা ১৬টি।

বার্সেলোনার অফার ফিরিয়ে দিয়েছিলেন চাইনিজ সুপার লিগে ২০ মিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব পেয়ে। প্ৰথম নাইজেরীয় ফুটবলার হিসাবে ম্যান ইউতে খেলার নজিরও তাঁর। ম্যান ইউ-র জার্সিতে ইউরোপা লিগে অংশ নিয়ে গোল-ও করেছেন।

জাতীয় দলের জার্সিতেও স্বপ্নের ফর্ম অব্যাহত রেখেছেন। ২০১৮-য় রাশিয়া ওয়ার্ল্ড কাপে খেলেছেন। ২০১৯-এ আফ্রিকান কাপ অফ নেশনসের কোয়ালিফায়ার পর্বে সর্বোচ্চ গোলস্কোরারও হয়েছিলেন। মূল পর্বে দলকে তৃতীয় স্থানে ফিনিশ করতে সাহায্য করেছেন। ৩২ বছরের তারকা যে আগামী আইএসএল-এর অন্যতম আকর্ষণ হতে চলেছে। বলাই বাহুল্য।

Football mumbai Indian Football ISL
Advertisment