নাটকীয় পট পরিবর্তন। ইস্টবেঙ্গলে সের্জিও লোবেরার আগমন অনেকটাই নিশ্চিত ছিল। বিনিয়োগকারী সংস্থার তরফেও বলা হচ্ছিল, "কথাবার্তা অনেকটাই এগিয়ে"। তবে ইস্টবেঙ্গলে কোচ নিয়োগের ঘটনায় নয়া ট্যুইস্ট। IFTWC-র প্রতিবেদন অনুযায়ী, লোবেরা ইস্টবেঙ্গল নয়, বরং হেড কোচ হিসেবে আইএসএল-এ ফিরতে পারেন ওড়িশা এফসির হয়ে।
সেই প্রতিবেদনে বলা হয়েছে, ইস্টবেঙ্গলের পাশাপাশি লোবেরার সঙ্গে আলোচনা চালাচ্ছিল ওড়িশা এফসি-ও। আইএসএল-এর সফলতম কোচকে পাওয়ার বিষয়ে ওড়িশার সঙ্গে কথাবার্তা নাকি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে।
ঘটনা হল, ইমামি কর্তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, পয়লা বৈশাখের আগেই সরকারিভাবে কোচ নিয়োগের ঘটনা চূড়ান্ত করে ফেলা হবে। তবে সেই পয়লা বৈশাখ আর মাত্র ৭২ ঘন্টা পরেই। এখনও কোচ নিয়োগের বিষয়ে কোনও সরকারি বিবৃতি না আসার বিষয়টি সেদিকেই ইঙ্গিত করছে।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপে খেলা দুর্ধর্ষ স্ট্রাইকার হয়ত মোহনবাগানে! বিরাট চমকের অপেক্ষায় সবুজ মেরুন
ঘটনা হল, ওড়িশার ছেড়ে যাওয়া কোচ জোসেফ গামবাউ একসময় কার্যত চূড়ান্ত হয়ে গিয়েছিল। তবে ক্লাব কর্তৃপক্ষের আপত্তিতে গামবাউয়ের আর কোচের চেয়ারে বসা হয়নি।
লোবেরা ভারতে কোচিং কেরিয়ার শুরু করেন এফসি গোয়ায়। টানা তিন বছর গউর-দের দায়িত্বে ছিলেন তিনি। তারপর মুম্বই সিটি এফসিতে কোচ হন ২০২০/২১ সিজনে। দুই দলের হয়েই আইএসএল এবং লিগ উইনার্স শিল্ড জিতেছেন তিনি।
শুধু ভারতেই নয় লোবেরার কোচিং প্রোফাইল বাঁধিয়ে রাখার মত। বার্সেলোনা যুব দল, সি দল তো বটেই এমনকি ২০১২-য় কাতালান ক্লাবে মূল দলের সহকারী কোচ ছিলেন তিতে ভিলানোভার। মেসি, জাভি, ইনিয়েস্তা, বুস্কেটস, পিকেদের সোনার দলের সঙ্গে জুড়ে ছিলেন তিনিও।
এছাড়াও লা লিগায় লা পামাস, মরোক্কান লিগের মোঘরেব তেতওয়ান দলের প্রশিক্ষক ছিলেন ৪৬ বছরের স্প্যানিশ।
কোচ হিসেবে ভারতে ভালো মানের বিদেশি নিয়ে এসেছেন। হাবাস যেমন রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, তিরিদের মত তারকাদের এনেছিলেন, লোবেরা আবার আহমেদ জহু, হুগো বুমোসদের মত মরোক্কান সুপারস্টারদের এনেছেন। তিনি ইস্টবেঙ্গলে পা রাখার পর দুই মোহনবাগান, মুম্বইয়ের দুই তারকাই নাম লেখাতে পারেন ইস্টবেঙ্গলে। এমন সম্ভবনা জোরালো হল মঙ্গলবারই।
সের্জিও লোবেরাকে না পেলে ইস্টবেঙ্গল আগামী মরশুম শুরুর আগেই বড়সড় ধাক্কা খাবে পরিকল্পনার দিক থেকে, তা নিয়ে সন্দেহ নেই।