ইস্টবেঙ্গলের কোচ বাছাই নিয়ে টুইস্টের পর টুইস্ট। এতদিন ঠিক ছিল কনস্টানটাইনের ছেড়ে যাওয়া চেয়ারে বসার জন্য ফেভারিট জোসেফ গামবাউ। তবে রবিবারের আপডেট অনুযায়ী, গামবাউ আবার পিছিয়ে পড়লেন। কোচ হিসেবে লাল-হলুদ সিংহাসনে প্রত্যাবর্তনের প্রবল সম্ভবনা এটিকেকে দু-বার আইএসএল চ্যাম্পিয়ন করা হাবাসের।
Advertisment
ইমামির সঙ্গে ইস্টবেঙ্গলের দু-দিন যে বৈঠক হয়েছে, তার নির্যাস বলতে এটুকুই। গামবাউকে কোচ করায় আপত্তি রয়েছে ক্লাবের। বার্সেলোনা যুব দল, এ লিগ, অস্ট্রেলিয়ার জাতীয় দলে কোচিংয়ের ঝকঝকে বায়োডেটা থাকলেও গামবাউ ভারতীয় ফুটবলে সেভাবে সফল নন। দু- দফায় ওড়িশা এফসির কোচ হলেও সেভাবে দাগ কাটতে পারেননি। তাছাড়া ফুটবলারদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
হাবাস গত দেড় বছর কোচিংয়ের সঙ্গে যুক্ত না থাকলেও ভারতীয় ফুটবলে।সফলতম কোচেদের অন্যতম। ভালো মানের বিদেশি নিয়ে আনার ক্ষেত্রে সুনাম রয়েছে স্প্যানিশ বসের। এটিকেতে রয় কৃষ্ণ, তিরির মত সফল ফুটবলাররা তাঁরই রিক্রুট।
এই বিষয়টিই বিনিয়োগকারী সংস্থার কাছে তুলে ধরা হচ্ছে ক্লাবের তরফ থেকে। সূত্রের খবর এমনটাই। এরপরেই হাবাস প্রবলভাবে ইস্টবেঙ্গল বস হওয়ার দৌড়ে এগিয়ে গিয়েছেন। ইস্টবেঙ্গলের তরফ থেকে কোচেদের যে তালিকা নিয়ে আলোচনা হয়েছিল তাঁর মধ্যে ছিলেন সের্জিও লোবেরা, চেন্নাইয়িন এফসির বদরিচ-ও।
এফসি গোয়া, মুম্বই সিটি এফসির প্রাক্তন কোচ লোবেরা বর্তমানে চিনা লিগ ওয়ানের সিচুয়ান জিউনিউ-য়ের দায়িত্বে। সেখান থেকে তাঁকে নিয়ে আসতে হলে অতিরিক্ত অর্থ খরচ করতে হবে। বদরিচও চেন্নাই ছাড়তে কতটা রাজি হবেন, তা নিয়ে সংশয় রয়েছে। তাই গামবাউ নন, ইস্টবেঙ্গলের কোচ হওয়ার বিষয়ে হট ফেভারিট হাবাস-ই।
শনিবার ইস্টবেঙ্গল তাঁবুতে মিটিংয়ের পর ইমামির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, দ্রুতই কোচের নাম ঘোষণা করে দেওয়া হবে। মঙ্গলবার ইমামির সঙ্গে আরও একপ্রস্থ আলোচনা হবে ক্লাবের। এটিকেকে চ্যাম্পিয়ন করা মহাগুরু-র লাল-হলুদ তাঁবুতে প্রত্যাবর্তন ঘটে কিনা, আপাতত সেটাই দেখার।
আমাদের নিউজলেটার সদস্যতা!
একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন