আকাশ মিশ্রকে নিয়ে তুঙ্গে উঠেছিল দর কষাকষি। তবে হায়দরাবাদ এফসির তারকা সাইড ব্যাককে মোহনবাগানের মুখ থেকে কার্যত ছিনিয়ে নিল মুম্বই সিটি এফসি।
হায়দরাবাদ এফসির জার্সিতে গত আইএসএল-এ লেফট ব্যাক হিসাবে ফুল ফুটিয়েছিলেন তিনি। ওভারল্যাপ করে ফরোয়ার্ডদের লক্ষ্য করে নিখুঁত ক্রস বাড়াতে পারেন। সেই সঙ্গে ওভারল্যাপ করে প্রতিপক্ষ বক্সেও হানা দিতে পারেন তিনি।
আসন্ন আইএসএল-এর জন্য এমনই একজন ভারতীয় ফুলব্যাককে খুঁজছিলেন তিনি। আকাশ মিশ্র এলে শুভাশিস বোসের সবুজ মেরুন শিবিরে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ত। আকাশ মিশ্রের জন্য ৩ কোটি টাকা ট্রান্সফার ফি দিতেও রাজি ছিল মোহনবাগান সুপার জায়ান্টস। তবে মুম্বই সিটির প্রস্তাব হায়দরাবাদের কাছে আরও আকর্ষণীয় ছিল। প্রায় তিন কোটি টাকার ট্রান্সফার ফির সঙ্গেই হায়দরাবাদ সোয়াপ ডিলে মুম্বই থেকে নিচ্ছে ভিগনেশ দক্ষিণামূর্তিকে।
আকাশের আত্মপ্রকাশ ইন্ডিয়ান এরোজের হয়ে। ২০২০/২১ সিজনে আকাশ সই করেন আইএসএল দল হায়দরাবাদ এফসির হয়ে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সেই সিজনেই জেতেন ম্যাচ সেরার পুরস্কার। অভিষেক মরশুমেই নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন উত্তরপ্রদেশ থেকে উঠে আসা এই যুব প্রতিভা। ৮০ টা নিখুঁত ট্যাকেল, ৫৫ টা ইন্টারসেপশন, ৪৮ টা ক্লিয়ারেন্স, ৩৭ টি ব্লক। মানোলো মার্কুয়েজের হায়দরাবাদে অন্যতম সেরা অস্ত্র হয়ে উঠেছিলেন আকাশ।
শুরুর সিজনেই অতিমানবিক পারফরম্যান্স করে গিয়েছিলেন আকাশ। তারপর গত তিন সিজনে ৬২ ম্যাচ খেলে ফেলেছেন উদীয়মান এই প্রতিভা। গত বছরই হায়দরাবাদের সঙ্গে তিন বছরের চুক্তি বাড়িয়েছিল নিজামের শহর। সেই আকাশই এবার মুম্বইয়ে।