মোহনবাগান এবার আইএসএল-এর ইতিহাসে সম্ভবত সবথেকে শক্তিশালী দল গঠন করছে। দেশের সেরা সেরা ফুটবলারদের ঠিকানা এখন সবুজ মেরুন শিবির। গতবার চ্যাম্পিয়ন হওয়ার পরেও খোলনলচে দল বদলাতে দ্বিধা করছেন না কোচ হুয়ান ফেরান্দো। স্লাভকো, তিরির মত ডিফেন্ডারকে রিলিজ করে দিয়েছে বাগান। জনি কাউকো, হুগো বুমোসেরও সম্ভবত নতুন স্কোয়াডে জায়গা হচ্ছে না। দেশীয় তারকাদের মধ্যে প্রীতম কোটাল, শুভাশিস বোসের মত দুই সেরা তারকাকে রাখা নিয়ে সংশয় রয়েছে। কেরালা ব্লাস্টার্সের সঙ্গে প্রীতম কোটালের সঙ্গে হরমিপাম রুইভার সোয়াপ ডিল নিয়ে আলোচনা চালাচ্ছে বাগান।
ফেডারেশনের তরফে কোটি কোটি টাকা জরিমানা হওয়ার পর কেরালা আপাতত আর্থিক দিক থেকে কিছুটা বেকায়দায়। এই সুযোগে ট্রান্সফার ফি দিয়ে সাহাল আব্দুল সামাদকেও দলে চাইছেন স্প্যানিশ কোচ। আইএসএল ইতিহাসের সেরা চুক্তিতে চেন্নাইয়িন এফসি থেকে বাগানে পা রেখেছেন অনিরুদ্ধ থাপা।
আরও পড়ুন: ভারতীয় ফুটবলের পোস্টার বয়কে পেতে কোটি কোটি টাকার অফার বাগানের! ঝড় উঠল ISL-এ
আপফ্রন্টেও এবার তারকার সমাবেশ। পেত্রাতোসকে উইথড্রয়ালে রেখে এবার গোল করার জন্য জুটি বাঁধবেন অস্ট্রেলীয়-আলবেনিয়ান তারকা স্ট্রাইকার জুটি। জেসন কামিন্সের সঙ্গে চুক্তি আগেই কনফার্ম করেছিল বাগান। রবিবার আর্মান্দো সাদিকুর সঙ্গে দুই বছরের চুক্তির কথাও জানিয়ে দেওয়া হয়েছে সবুজ মেরুন শিবিরের তরফ থেকে।
এদিকে, সেন্ট্রাল মিডফিল্ডে অনিরুদ্ধ থাপা চলে এসেছেন। কোচের ফার্স্ট চয়েস তিনিই হবেন, বুঝতে পেরেই এবার মোহনবাগান ছাড়তে চাইছেন পুইতিয়া। গত ডিসেম্বরেই পুইতিয়া কেরালা ব্লাস্টার্স থেকে পা রেখেছিলেন কলকাতায়। তবে অর্ধেক বছর পেরোতে না পেরোতেই কলকাতা ছাড়তে চাইছেন মিজো তারকা। মোহনবাগানে এসেই আইএসএল জিতেছেন। তবে চ্যাম্পিয়ন হয়েও বাগানে থাকতে চাইছেন না তিনি। তিনি সম্ভবত যোগ দিতে পারেন নিজের পুরোনো ক্লাব কেরালা ব্লাস্টার্সেই। ২০২৬ পর্যন্ত পুইতিয়ার সঙ্গে চুক্তি রয়েছে বাগানের। সেই চুক্তি ভেঙেই রিলিজ চাইছেন তিনি। মোহনবাগানের তরফে পুইতিয়াকে লোনে বা সরাসরি বিক্রি করে দেওয়া হতে পারে অন্য ক্লাবে।
আরও পড়ুন: ডার্বি জিততেই হবে, বাগানে কোটি কোটি টাকার চুক্তি করেই স্বপ্নপূরণের টার্গেট থাপার
ডিএসকে শিবাজিয়ান্স-এর হয়ে যুব পর্যায়ে খেলার পর আইএসএল-এ পুইতিয়ার আবির্ভাব ঘটে নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে। নর্থ ইস্ট থেকে লোনে আইজল এফসির হয়ে আইলিগেও খেলেছেন। বছর দুয়েক নর্থ ইস্টে খেলার পর পুইতিয়া ২০২০-তে কেরালা ব্লাস্টার্সে যোগ দিয়েছিলেন। এবং সেখান থেকে অবশেষে মোহনবাগানে। যদিও সেই থাকা সম্ভবত দীর্ঘমেয়াদি হচ্ছে না।