টার্কিশ লিগের সেরা ক্লাবকে দলবদলে টেক্কা ISL ক্লাবের, গ্রিক সুপারস্টার ভারতীয় ফুটবলে

আইএসএল-এর অন্যতম সেরা ট্রান্সফার হয়ে গেল এই সপ্তাহেই

আইএসএল-এর অন্যতম সেরা ট্রান্সফার হয়ে গেল এই সপ্তাহেই

author-image
Subhasish Hazra
New Update
NULL

তার্কিশ সুপার লিগের সিভাসপোর এফসি প্ৰবলভাবে চেয়েছিল তারকাকে। গ্রিসের নামি তারকা দিমিত্রিস চাতজিসাইয়াস তুরস্কের লিগের আকর্ষণীয় প্রস্তাব প্রত্যাখ্যান করলেন আইএসএল-এর জন্য। চলতি ট্রান্সফার উইন্ডোয় অন্যতম সেরা ট্রান্সফার হয়ে গেল চলতি সপ্তাহে। ১.৯৩ মিটারের গ্রিক সেন্টার ব্যাক এবার নাম লেখাচ্ছেন পাঞ্জাব এফসিতে।

Advertisment

দীর্ঘদেহী সুপারস্টার গ্রিসের সুপার লিগে খেলেছেন একদশক ধরে। ভাটানিয়াকোস, গ্লিফ্যাদা, চানিয়া, পানিওনিওস, পিএওকে, আট্রিমিতোস-এর মত নামু ক্লাবে চুটিয়ে খেলেছেন। তার্কিশ লিগেও সাইকুর রিজেস্পর, বেলজিয়ান লিগে সার্কেল ব্রুজ-এর জার্সিতে খেলেছেন।সবমিলিয়ে পেশাদারি কেরিয়ারে ১৮০ টির বেশি ম্যাচ খেলে ফেলেছেন। পিওএ কে-র হয়ে গ্রিক কাপেও চ্যাম্পিয়ন হয়েছেন। এমন নামি সেন্টার ব্যাককে সই করিয়ে আলোড়ন ফেলল পাঞ্জাব এফসি।

দিমিত্রিস চাতজিসাইয়াস-এর সঙ্গেই ফ্রেঞ্চ মিডফিল্ডার মাদিহ তালাল-কে। মরোক্কান বংশোদ্ভূত তালাল ফরাসি লিগে এমিয়েন্স, এঁটেন্টে, রেড স্টার এফসি, গ্রিক সুপার লিগে কিফিসিয়ার হয়ে খেলেছেন।

Advertisment

সবমিলিয়ে পাঞ্জাব এফসি।নিজেদের ছয় বিদেশি চূড়ান্ত করে ফেলল আসন্ন সিজনের জন্য। বাকি চার বিদেশির কোটায় পাঞ্জাব সই করিয়েছে নেপালি গোলকিপার কিরণ লিম্বু, স্প্যানিশ মিডফিল্ডার হুয়ান মেরা, স্লোভেনিয়ান ফরোয়ার্ড লুকা মাজসেন, কলোম্বিয়ান স্ট্রাইকার উইলমার জর্ডন গিলকে।

Indian Football ISL