কৃষ্ণের বাঁশি আর বাজবে না বাগানে! সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেল এক আপডেটে

শেষমেশ এটিকে মোহনবাগানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন রয় কৃষ্ণ। ক্লাবের তরফে জানিয়ে দেওয়া হল বড় আপডেট।

কৃষ্ণের বাঁশি আর বাজবে না বাগানে! সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেল এক আপডেটে

অবশেষে সমস্ত সম্পর্ক শেষ। এটিকে মোহনবাগান ছেড়ে দিলেন তারকা ফরোয়ার্ড রয় কৃষ্ণ। সরকারিভাবে এটিকে মোহনবাগানের মিডিয়ায় জানিয়েই দেওয়া হল, সবুজ মেরুন জার্সিতে আর দেখা যাবে না ফিজির সুপারস্টারকে। তবে ক্লাবের এমন ঘোষণার টাইমিং নিয়ে প্রশ্ন উঠে গেল।

কয়েক সপ্তাহ পরেই এটিকে মোহনবাগান এএফসি কাপের পরবর্তী পর্বে নামছে। এমন অবস্থায় দলের একনম্বর অস্ত্রের দল ছাড়ার ঘোষণা কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন: ইস্টবেঙ্গলের বিরাট প্রস্তাব প্রত্যাখ্যান কলকাতার সুপারস্টারের! শেষ মুহূর্তে মন বদলালেন শহরের ছেলে

শুক্রবা সোশ্যাল মিডিয়ায় এটিকে মোহনবাগানের মিডিয়া দলের পক্ষ থেকে লেখা হল, “সমস্ত স্মৃতির জন্য ধন্যবাদ রয়। বিদায়, শুভকামনা রইল।”

আইএসএলের একাধিক ক্লাবের প্রস্তাব রয়েছে ফিজির জাতীয় দলের তারকার কাছে। আবার এ লিগে খেলার অফারও রয়েছে। আপাতত কোথায় তিনি নাম লেখান, সেটাই দেখার।

জানা যাচ্ছে, এবার এটিকে মোহনবাগান তারকা স্ট্রাইকারকে ধরে রাখতে বদ্ধপরিকর ছিল। তবে সবুজ মেরুনে থাকলে নিজের দাম কমিয়ে খেলতে হত তারকাকে। গত মরশুমে একদমই ফর্মে ছিলেন না। হ্যামস্ট্রিংয়ের চোটও সমস্যায় ফেলছিল তারকাকে। ৪.৫ কোটির ওপর অর্থ পেয়েও রয় কৃষ্ণ ১৮ ম্যাচে মাত্র ৬ গোল করেন। পারফর্মের গ্রাফ নিম্নমুখী হতেই ক্লাবের তরফে কম অর্থে থাকার প্রস্তাব দেওয়া হয়। সেই কারণেই তারকা দ্বিধায় ছিলেন। তবে শুক্রবারই চূড়ান্ত হয়ে যায় ক্লাব ছাড়ছেন কৃষ্ণ।

৩৪ বছরের তারকা স্ট্রাইকার টানা পাঁচ বছর ওয়েলিংটন ফিনিক্সে খেলার পর এটিকেতে নাম লেখান। মোহনবাগানের সঙ্গে সংযুক্তির পরেও সবুজ মেরুন শিবিরে থেকে যান তিনি। সবমিলিয়ে এটিকে এবং এটিকে মোহনবাগানের হয়ে পাঁচ বছরে ৬০টি ম্যাচ খেলেছেন। গোলের সংখ্যা ৩৬টি।

শুক্রবারের পর তিনি সত্যিসত্যি ক্লাবে অতীত হয়ে গেলেন। চিরচেনা সবুজ মেরুন জার্সিতে আর দেখা যাবে না সুপার-স্ট্রাইকারকে।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Isl roy krishna exits atk mohun bagan ahead of afc cup clash

Next Story
ডালমিয়ার সঙ্গে সাক্ষাৎ করেই বাংলাকে বাইবাই! শেষবেলায় ফোঁস করে উঠলেন IPL চ্যাম্পিয়ন ঋদ্ধি
Exit mobile version