Advertisment

বাগানের ঘর ভাঙল ওড়িশা! শেষবেলায় বাগানের সেরা তারকাকে নিখুঁত প্ল্যানিংয়ে তুলল লোবেরা ব্রিগেড

ফের তারকার প্রস্থান ঘটতে চলেছে মোহনবাগান থেকে

author-image
Subhasish Hazra
New Update
NULL

চলতি ট্রান্সফার সিজনের প্ৰথম থেকেই কোমড় বেঁধে নেমেছিল ওড়িশা এফসি। মোহনবাগানের ঘর ভাঙার লক্ষ্য নিয়ে একের পর এক প্রস্তাব ভেসে এসেছিল কলিঙ্গ রাজ্যের ফ্র্যাঞ্চাইজি থেকে। পুইতিয়ার সঙ্গে চুক্তিও করে ফেলে মোহনবাগান। এবার লিস্টন কোলাসোর সঙ্গেও সম্ভবত চুক্তি পাকা করে ফেলল সের্জিও লোবেরার দল।

Advertisment

বেশ কয়েক সপ্তাহ ধরে কোলাসোর জন্য আদা-জল খেয়ে নেমেছিল ওড়িশা। লোবেরা জাতীয় দলের নিয়মিত খেলা একজন উইঙ্গার খুঁজছিলেন। সেই প্ল্যানিং থেকেই লোবেরার পছন্দের তালিকায় একনম্বরে ছিলেন কোলাসো। বিরাট অংকের ট্রান্সফার ফি দিতেও রাজি হয়েছিল লোবেরা বাহিনী। শেষমেশ সেই প্রস্তাবে নাকি সবুজ মেরুন শিবিরের তরফ থেকে সবুজ সঙ্কেত দিয়ে দেওয়া হয়েছে। এমনটাই জানানো হয়েছে 90স্টপেজ-এ। বলা হয়েছে, দুই পক্ষের মধ্যে কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে। আসন্ন সিজনে ওড়িশা এফসির জার্সি গায়ে চাপাবেন লিস্টন।

আরও পড়ুন: বাগানকে ফের ডোবাতে চলেছেন এই বিদেশি! ফের মাথায় হাত ফেরান্দোর

২০২১-এ এটিকে মোহনবাগানে সই করেছিলেন লিস্টন কোলাসো। তারপর সবুজ মেরুন জার্সিতে প্ৰথমে হাবাস জমানায়, তারপর হুয়ান ফেরান্দোর কোচিংয়ে মহীরুহ হয়ে উঠেছেন কলকাতায়। গত সিজনেই আইএসএল খেতাব জিতেছেন। ১ কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে হায়দরাবাদ এফসি থেকে লিস্টনকে সই করিয়েছিল মোহনবাগান। এবার আরও বড় অঙ্কের ট্রান্সফার ফির বিনিময়ে লিস্টনকে বিক্রি করে দিল বাগান।

এমনিতে এবার মোহনবাগানের আক্রমণভাগ টুর্নামেন্টের সেরা হতে চলেছে। জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোসের সঙ্গেই আপফ্রন্টে জুটি বাঁধবেন ইউরোর ঐতিহাসিক গোলের মালিক আর্মান্দো সাদিকু। সাদিকুকে উইংয়ে ঠেলে আক্রমণভাগ সাজাতে পারেন কোচ ফেরান্দো। সেক্ষেত্রে জায়গা হারানোর ভয় থাকছে কোলাসোর। পর্যাপ্ত গেম টাইম পাবেন না বুঝতে পেরেই লিস্টন থাকতে চাইছেন না বাগানে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবার খোলনলচে দল সাজাচ্ছে। তিরি, প্রীতম কোটাল, স্লাভকো, পুইতিয়াকে ছেড়ে দিয়েছে বাগান। এমন অবস্থায় লিস্টনকেও ছেড়ে দেওয়ার পথে হাঁটলে সমর্থকরা মোটেই যে খুশি হবেন না, তা বলাই বাহুল্য।

Mohunbagan Kolkata Football Indian Football ATK Mohun Bagan ISL atk-mohun-bagan Mohun Bagan Super Giants
Advertisment