লোবেরা আইএসএল-এ প্রত্যাবর্তন করেছেন। এফসি গোয়া, মুম্বই সিটি এফসির পর লোবেরা এবার চ্যাম্পিয়ন করার চ্যালেঞ্জ নিয়েছেন ওড়িশা এফসিকে। লোবেরার সহকারী জুয়ানমা ক্রুজও আইএসএল-এ ফিরলেন। মুম্বই সিটি এফসিতে ফের একবার গোলকিপার কোচ হচ্ছেন তিনি।
স্প্যানিশ গোলকিপার কোচ এই নিয়ে দ্বিতীয়বার আইএসএল-এ এলেন। ২০২০/২১ সিজনে লোবেরা হেড কোচ থাকাকালীন মুম্বই যেবার আইএসএল এবং লিগ উইনার্স শিল্ড জিতেছিল, সেই দলেরও গোলকিপার কোচ ছিলেন ক্রুজ।
ঘটনাচক্রে, লোবেরার সঙ্গে শুধুমাত্র মুম্বইয়েই নয়, চিনা সুপার লিগে গত সিজনেই সিচুয়ান জিউনিউয়ে লোবেরার কোচিং স্টাফে ছিলেন। মরোক্কান লিগে মোঘরেব তিটোয়েন-এও লোবেরার সহকারী ছিলেন ক্রুজ।
বর্তমান ফুটবল বিশ্বে আলোচিত নাম আল ইত্তিহাদ। আল নাসেরে রোনাল্ডো সই করেছেন বিশ্বকাপের পরেই। সৌদি লিগে আল নাসেরের তুমুল প্রতিদ্বন্দ্বী আল ইতিহাদ এবার টেক্কা দিতে নিয়ে আসছে মেসি-নেইমারকে। সেই আল ইতিহাদ তো বটেই আল আহলির মত সৌদি লিগের নামি ক্লাবেও কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে ক্রুজের। লা লিগায় কাদিজ এফসি, মিরানদেস-এর মত ক্লাবেও কোচিং করিয়েছেন।
হাইপ্রোফাইল কোচ এই প্ৰথমবার দেশ ব্যাকিংহ্যামের কোচিং স্টাফের অংশ হবেন। প্রিয় বন্ধু সের্জিও লোবেরা আপাতত প্রতিদ্বন্দী। মুম্বই নাকি ওড়িশা- আইএসএল-এ কোন স্প্যানিশ বন্ধুর দল বাজিমাত করবে, সেটাই দেখার।