সের্জিও লোবেরাকে কোচ করে আনছে ইস্টবেঙ্গল। কথাবার্তা চূড়ান্ত। হাবাসের মতই জোড়া আইএসএল জিতেছেন স্প্যানিশ কোচ। হাবাস যেখানে দু-বারই এটিকেকে ট্রফি এনে দিয়েছিলেন, সেখানে লোবেরা জিতেছেন এফসি গোয়া, মুম্বই সিটি- আলাদা আলাদা দলের হয়ে। সেই লোবেরাকেই দুঃসময়ে কাটানোর ভার দিতে চলেছেন ইমামি ইস্টবেঙ্গল কর্তারা।
আইএসএল-এ পা রাখার পর থেকেই নিচের দিকে ফিনিশ করা অভ্যেস করে ফেলেছে ইস্টবেঙ্গল। প্রত্যেক বছর নতুন নতুন কোচ বদলেও ফলাফল পরিবর্তন হয়নি। এবার মরশুম শেষ হওয়ার পরই স্টিফেন কনস্টানটাইনের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে।
আরও পড়ুন: কলকাতায় আসছেন না রোনাল্ডিনহোর প্রাক্তন সতীর্থ! চুক্তি বাড়ালেন ISL-এর গোল্ডেন বুটজয়ী
সুপার কাপ পর্যন্ত থাকছেন ইংরেজ কোচ। তারপরে দায়িত্ব নেবেন স্প্যানিশ কোচ। আগামী মরশুমের জন্য কোচ ঠিক করার পরেই দল গঠন করতে তৎপর হবে ইস্টবেঙ্গল। লাল-হলুদ শিবিরের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, দেশি ফুটবলার চয়নের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়েছে তাঁদের। প্ৰথম সারির দেশীয় ফুটবলাররা প্রত্যেকেই অন্যান্য ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ। এই বিষয়টি বিনিয়োগকারী সংস্থার কাছে উত্থাপন করা হয়েছিল বোর্ড মিটিংয়ে। ইমামি কর্তারা আশ্বাস দিয়েছিলেন আয়োজককারী এফডিএসএল কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হবে। নতুন করে ড্রাফট সিস্টেম চালুর জন্যও আবেদন জানানো হবে।
এর মধ্যেই খবর ইস্টবেঙ্গল নাকি মুম্বই সিটির তারকা মন্দার রাও দেশাইয়ের সঙ্গে আলোচনা চালাচ্ছে। খেল নাও-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভিগনেশ দক্ষিণামূর্তি এবং সঞ্জীব স্ট্যালিনের উত্থানে প্রয়োজনীয় গেম-টাইম পাচ্ছেন না মুম্বই সিটি এফসিতে। তাই তিনি পা রাখতে পারেন ইস্টবেঙ্গলে।
আরও পড়ুন: আগামী সিজনেও কি মোহনবাগান সুপার জায়ান্টসে খেলবেন! দু-বার ISL জয়ী বিদেশি জানিয়েই দিলেন
মন্দার রাও দেশাই অতীতে লোবেরার কোচিংয়ে খেলেছেন এফসি গোয়ায়। লোবেরার পছন্দের ফুটবলার ছিলেন মন্দার। লেফট ব্যাক এবং লেফট উইং দুই পজিশনেই খেলতে পারেন গোয়ান তারকা। মন্দার ইস্টবেঙ্গলে পা রাখলে দুই পজিশনেই ভরসা রাখতে পারবে ম্যানেজমেন্ট।
মন্দারের সাড়া জাগানো উত্থান ডেম্পোয়। ডেম্পো থেকে এফসি গোয়ায় লোনে খেলতে নেমে নজর কেড়ে নিয়েছিলেন কিংবদন্তি জিকোর। যিনি ২০১৫-য় এফসি গোয়ার ম্যানেজার হিসাবে পা রেখেছিলেন আইএসএল-এ।
টানা সাত বছর এফসি গোয়ায় কাটিয়েছেন। এর মধ্যে একসিজন লোনে খেলে এসেছেন বেঙ্গালুরু এফসিতেও। ২০২০/২১ সিজনে মন্দার পাকাপাকিভাবে এফসি গোয়া ছেড়ে চলে আসেন মুম্বই সিটি এফসিতে। মুম্বইয়ে সের্জিও লোবেরার কোচিংয়েই প্ৰথমবার আইএসএল জয়ের স্বাদ পান তিনি।
আরও পড়ুন: হাবাস নয়, বিখ্যাত স্প্যানিশ কোচকেই চূড়ান্ত করে ফেলল ইস্টবেঙ্গল! দলগঠনে নতুন চমকের অপেক্ষা
দুর্ধর্ষ প্রোফাইলের এই তারকা যদি লোবেরার কোচিংয়ে পা রাখবেন কিনা ইস্টবেঙ্গলে, সেটাই আপাতত দেখার।
যাইহোক, সের্জিও লোবেরা এফসি গোয়া এবং মুম্বইযে কোচিং পর্বে একাধিক ভালো মানের বিদেশি এনেছিলেন। মুম্বইয়ের আহমেদ জাহু, বর্তমানে এটিকে মোহনবাগানের সুপারস্টার হুগো বুমোস তাঁর রিক্রুট। মরোক্কান লিগে মোঘরেব তেতোওয়ান-এ লোবেরার কোচিংয়ের খেলেছিলেন দুই মরোক্কান তারকা। তারপর ভারতে দুজনকে আনেন স্প্যানিশ কোচই। লোবেরার ইস্টবেঙ্গলে পা রাখলে হুগো-জাহুদেরও ক্লাব বদলানোর সম্ভবনা রয়েছে।
সবমিলিয়ে, আসন্ন গ্রীষ্মের দলবদল যে জমিয়ে দেবে লোবেরার ইস্টবেঙ্গল, তা আর বলার অপেক্ষা রাখে না।