মোহনবাগানে তারকার সমাবেশে এবার আর প্ৰথম একাদশে জায়গা নিশ্চিত নয়। একথা বুঝতে পেরে আগেই বাগান ছাড়তে চেয়েছিলেন। অবশেষে পুইতিয়ার নতুন ঠিকানা হতে চলেছে ওড়িশা এফসি। সের্জিও লোবেরার দল ট্রান্সফার সিজনের শেষদিকে চমকে দিচ্ছে। রয় কৃষ্ণকে সই করিয়ে হঠাৎ উত্তেজনার আমদানি করেছে কলিঙ্গ রাজ্যের দলটি।
আহমেদ জাহু, মুর্তাদা ফল, ইস্টবেঙ্গল থেকে যাওয়া জেরি লালরিনজুয়ালা, লেনি রদ্রিগেজ, আমে রানাওয়াদেরা দলবদলের বাজারে নাম লিখিয়েছেন ওড়িশায়। তাঁদের সঙ্গেই এবার নতুন সংযোজন মোহনবাগানের পুইতিয়া। কার্লোস দেলগাদো, দিয়েগো মরিসিওদের ওড়িশা এবার যথেষ্ট শক্তিশালী দল গড়েছে। পুইতিয়া তাই আপাতত তারকা খচিত দল ছেড়ে অন্য স্প্যানিশ কোচের রাজত্বে সই করে বসলেন।
মোহনবাগান এবার আইএসএল-এর ইতিহাসে সম্ভবত সবথেকে শক্তিশালী দল গঠন করছে। দেশের সেরা সেরা ফুটবলারদের ঠিকানা এখন সবুজ মেরুন শিবির। গতবার চ্যাম্পিয়ন হওয়ার পরেও খোলনলচে দল বদলাতে দ্বিধা করছেন না কোচ হুয়ান ফেরান্দো। স্লাভকো, তিরির মত ডিফেন্ডারকে রিলিজ করে দিয়েছে বাগান। চোট পাওয়া জনি কাউকোকে রিলিজ না করে আনরেজিস্টার্ড হিসেবে দলে রাখা হয়েছে।
হুগো বুমোস, লিস্টন কোলাসো, মনবীর সিংদের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে। প্ৰথম স্কোয়াডে গতবারের চ্যাম্পিয়ন বহু তারকার জায়গা পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। সম্ভবত নতুন স্কোয়াডে। দেশীয় তারকাদের মধ্যে প্রীতম কোটালকে সোয়াপ ডিলে কেরালায় পাঠিয়ে সাহালকে নিয়ে আসা হয়েছে। আইএসএল ইতিহাসের সেরা চুক্তিতে চেন্নাইয়িন এফসি থেকে বাগানে পা রেখেছেন অনিরুদ্ধ থাপা। আনোয়ার আলির মত জাতীয় দলের সেরার সেটা ডিফেন্ডারকেও এবার রেকর্ড চুক্তিতে সই করেছে সবুজ মেরুন শিবির।
সেন্ট্রাল মিডফিল্ডে অনিরুদ্ধ থাপা চলে এসেছেন বাগানে। কোচের ফার্স্ট চয়েস তিনি আর নন, বুঝতে পেরেই এবার মোহনবাগান ছাড়তে চাইছেন পুইতিয়া। গত ডিসেম্বরেই পুইতিয়া কেরালা ব্লাস্টার্স থেকে পা রেখেছিলেন কলকাতায়। তবে এবার নতুন মরশুম শুরুর আগেই কলকাতা ছাড়তে চাইছিলেন মিজো তারকা। মোহনবাগানে এসেই আইএসএল জিতেছেন। তবে চ্যাম্পিয়ন হয়েও বাগানে থাকলেন না তিনি। ২০২৬ পর্যন্ত পুইতিয়ার সঙ্গে চুক্তি রয়েছে বাগানের। সেই চুক্তি ভেঙেই রিলিজ চেয়েছিলেন তিনি। মোহনবাগানকে থেকে মিজো তারকাকে সরাসরি ট্রান্সফারে বিক্রি করে দেওয়া হল ওড়িশায়।
ডিএসকে শিবাজিয়ান্স-এর হয়ে যুব পর্যায়ে খেলার পর আইএসএল-এ পুইতিয়ার আবির্ভাব ঘটে নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে। নর্থ ইস্ট থেকে লোনে আইজল এফসির হয়ে আইলিগেও খেলেছেন। বছর দুয়েক নর্থ ইস্টে খেলার পর পুইতিয়া ২০২০-তে কেরালা ব্লাস্টার্সে যোগ দিয়েছিলেন। এবং সেখান থেকে অবশেষে মোহনবাগান হয়ে তাঁর আসন্ন ঠিকানা ওড়িশায়।