Advertisment

২ বিদেশি সহ ৬ তারকা বাতিল লোবেরার ওড়িশায়! বিদেয় করা হল আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ডকেও

শক্তিশালী দল গড়ছে লোবেরার ওড়িশা

author-image
Subhasish Hazra
New Update
NULL

একটা কিম্বা দুটো নয়, একসঙ্গে ছয়-ছয় জন ফুটবলারকে বাতিল করল ওড়িশা এফসি। সের্জিও লোবেরা দলের দায়িত্ব নেওয়ার পরেই খোলনলচে বদল ঘটছে ওড়িশার। এর মধ্যেই বড়সড় আপডেট জানিয়ে দিল ওড়িশা এফসি। সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেওয়া হল, সাউল ক্রেসপো, পেদ্রো মার্টিন, রানিয়ের ফার্নান্দেজ, ধনচন্দ্র, লালরুথারা বোস এবং করণ আমিনকে ছেড়ে দেওয়া হচ্ছে।

Advertisment

ছেড়ে যাওয়া তারকাদের মধ্যে সাউল ক্রেসপো পা বাড়িয়ে রয়েছেন ইস্টবেঙ্গলে। লা লিগায় আতলেতিকো মাদ্রিদের যুব এবং সিনিয়র দলে খেলা পেদ্রো মার্টিনকেও ছেড়ে দিচ্ছে কলিঙ্গ রাজ্যের ফ্র্যাঞ্চাইজি। ক্রেসপোর সঙ্গেই গত সিজনে ২০ টি ম্যাচে খেলেন মার্টিন। তবে নিজের হেভিওয়েট প্রোফাইলের প্রতি সুবিচার করতে পারেননি। ৮২৮ মিনিট খেলেও আতলেতিকো মাদ্রিদের এই ফরোয়ার্ডের নামের পাশে মাত্র তিনটে গোল এবং একটা এসিস্ট। যদিও ক্রেসপোর পারফরম্যান্স তুলনামূলকভাবে ভালো। দুটো এসিস্ট করেছেন তিনি।

আরও পড়ুন: ৯ বছর পর বেঙ্গালুরু ছাড়লেন ৬ ট্রফি জয়ের নায়ক! নেবে কি ইস্টবেঙ্গল

গত মরশুমে ১৪ ম্যাচ খেলা লালরুথারা বোস বাদে বাকি সকলের সঙ্গেই ১ বছরের চুক্তি ছিল ওড়িশার। মুম্বই সিটি এফসি এবং কেরালা ব্লাস্টার্স এফসি থেকে এক বছরের চুক্তিতে ওড়িশার সই করেছিলেন রেনিয়ের ফার্নান্দেজ এবং ধনচন্দ্র। রেনিয়ের ফার্নান্দেজ জোসেফ গামবাউয়ের দলের জার্সিতে নিয়মিত খেলেছিলেন গত সিজনে। তিনটে এসিস্ট-ও রয়েছে তাঁর নামের পাশে। ধনচন্দ্র যদিও চারটের বেশি ম্যাচে খেলার সুযোগ পাননি। গোটা সিজনে অবশ্য নামানোই হয়নি করণ আমিনকে।

গত সিজনে সুপার কাপ জিতে এএফসি কাপের কোয়ালিফায়ারে খেলার সুযোগ পেয়েছে ভুবনেশ্বরের ফ্র্যাঞ্চাইজি। আইএসএলের সঙ্গেই লোবেরার টার্গেট আন্তঃমহাদেশীয় এই টুর্নামেন্টে সাফল্য। সেই জন্যই ঢেলে সাজানো হচ্ছে পুরো দলকে। লোবেরার কোচিংয়ে শক্তিশালী দল গড়তে যে কার্পণ্য করবেন না ফ্র্যাঞ্চাইজি, তাতে সন্দেহ নেই।

Indian Football ISL
Advertisment