সামনেই কলকাতা লিগ। তারপরে আইএসএল। পরপর জোড়া টুর্নামেন্ট খেলার আগে আপাতত নিজেদের স্কোয়াড আরও শক্তিশালী করে তুলতে চাইছে ইমামি ইস্টবেঙ্গল। সেই জন্যই একসঙ্গে সাতজন ফুটবলারকে স্কোয়াডে নিতে চলেছে ইস্টবেঙ্গল।
এই ছয় তারকার মধ্যে রয়েছেন কেরালার হয়ে সন্তোষে সর্বোচ্চ গোলের মালিক জেসিন টিকে। এছাড়াও কেরালারই আদিল জামাল, বিষ্ণু টিএম, কেরালা এফসির হয়ে খেলা তারকা মহম্মদ নিশাদ, কেরালা ইউনাইটেডের তারকা ডিফেন্ডার আথুল উন্নিকৃষ্ণন এবং ট্রাভেঙ্কো রয়্যালসের স্ট্রাইকার লিজো কুরুসাপ্পানকে লাল-হলুদে সই করানোর পথে। এছাড়াও শ্রীনিধি ডেকানের লালচুংনুঙ্গাকে পাকাপাকিভাবে নেওয়ার ব্যাপারেও কথাবার্তা চালাচ্ছে লাল-হলুদ শিবির। নুঙ্গা আগেই ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন শ্রীনিধি ডেকান থেকে লোনে। খেলেছেন ডুরান্ডেও। এবার তাঁকে সরাসরি নেওয়ার ইচ্ছা প্রকাশ করল ইস্টবেঙ্গল শিবির।
আরও পড়ুন: কলকাতা লিগে ইতিহাস গড়া বিশ্বকাপার এখন পুলিশ! বাবার শেষ ইচ্ছাপূরণে ব্রত করলেন দেশসেবাকে
এদের মধ্যে জেসিন টিকে সরাসরি মূল দলে যোগ দেবেন। বাকি পাঁচজন আপাতত রিজার্ভ দলে যোগ দেবেন। কলকাতা লিগে কেরালার সকল তারকাকেই পরখ করে দেখা হবে। কোচ স্টিফেন কনস্টানটাইন প্রভাবিত হলে আইএসএল-এ খেলার সুযোগ মিলতে পারে কেরালার তারকা ফুটবলারদের।
প্রত্যেক ফুটবলারই আপাতত মেডিক্যাল পরীক্ষা দিচ্ছেন দক্ষিণ কলকাতার এক নার্সিংহোমে। জেসিন টিকেকে নিয়ে হাইপ চললেও লিজো কুরুসাপ্পান কিন্তু লাল-হলুদ মাতিয়ে দিতে পারেন। বলে কন্ট্রোল থেকে ড্রিবলিং বেশ নজরকাড়া এই তারকার।
সহকারী কোচ বিনো জর্জ নিজে যে কেরালার ফুটবলারদের লাল-হলুদ জার্সি চাপাতে উদ্যোগ নিয়েছেন, তা বলাই বাহুল্য। জেসিন টিকে র আগেই ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার কথা থাকলেও বেশ কিছু কারণে ইস্টবেঙ্গল সই-পর্ব সমাপ্ত করতে পারেননি। এবার এনওসি নিয়েই লাল-হলুদ সংসারে নাম লেখাচ্ছেন তিনি।
আরও পড়ুন: প্রিয় ইস্টবেঙ্গল নয়, পুজোর আগেই জীবনের শ্রেষ্ঠ সম্মান দিল বেঙ্গালুরু! আবেগে একাকার লজেন্স মাসি
আইএফএ আপাতত কলকাতা লিগের সূচি এখনও চূড়ান্ত করতে পারেনি এটিকে মোহনবাগান বেঁকে বসায়। যদিও আইএফএ দুই প্রধানকে নিয়েই কলকাতা লিগ আয়োজনের বিষয়ে আশাবাদী। বাগান শিবির রাজি হলে পুজোর আগেই কলকাতা লিগের ডার্বি দেখা যেতে পারে। সেক্ষেত্রে বেশ কয়েকজন নতুন তারকাকে দেখে নেওয়ার সুযোগ থাকবে কোচ কনস্টানটাইনের কাছে। আপাতত লাল-হলুদ শিবিরের পরিকল্পনা এটাই।