বেঙ্গালুরুর সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল ক্যাপ্টেন সুনীল ছেত্রীর। তারপর চুক্তি নবিকরণের ঘোষণা করেনি বেঙ্গালুরু এতদিন। তবে সাফ কাপের ফাইনালে লেবাননকে রুদ্ধশ্বাস থ্রিলারে টাইব্রেকারে হারানোর পরেই সুনীল ছেত্রী ঘোষণা করে দিলেন আগামী সিজনেও তিনি বেঙ্গালুরুর ক্যাপ্টেন থাকছেন।
গত সিজনে রয় কৃষ্ণের সঙ্গে ছেত্রীর জুটি সেভাবে জ্বলে উঠতে পারেনি। রয় কৃষ্ণকে বেঙ্গালুরু মরশুম শেষেই রিলিজ করে দিয়েছিল। তবে সুনীল ছেত্রীর সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল ব্লুজরা।
জাতীয় দলের জার্সিতে স্বপ্নের ফর্মে রয়েছেন তিনি। ইন্টার কন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন হয়েছেন। একের পর এক ম্যাচে গোল করেই চলেছেন। সাফ কাপে বেঙ্গালুরুতে খেলতে নেমেও গোলের ধারাবাহিকতা বজায় রেখেছেন। পাকিস্তানকে হ্যাটট্রিক করে উড়িয়ে দিয়েছেন। আইএম বিজয়ন, পুরান বাহাদুর থাপা, জেজে লালপেখলুয়াদের সঙ্গে বসে পড়েছেন একই সারিতে। সর্বকালের সেরা আন্তর্জাতিক গোলদাতাদের তালিকায় তিনি আপাতত চতুর্থ স্থানে। ৯২ গোল করে সক্রিয় আন্তর্জাতিক তারকাদের মধ্যে মেসি-রোনাল্ডোদের পরেই রয়েছেন তিনি।
এসব রেকর্ড আপাতত পিছনের সারিতে ফেলে সুনীল ছেত্রী খেলতে নামবেন সাফ কাপের ফাইনালে। কুয়েতের বিপক্ষে। দেশের জার্সিতে আরও একবার চ্যাম্পিয়ন হয়েই বেঙ্গালুরুর হয়ে আগামী সিজনে খেলতে নামতে চান তিনি।