চুক্তি বিতর্কে জর্জরিত ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল-ইমামির চুক্তি সম্মতির সিঁড়িতে উঠেও সম্পন্ন হওয়া থেকে অনেক দূর। চুক্তি এবং দলগঠনের বিলম্ব বহু তারকা ইস্টবেঙ্গল ছেড়েছেন। রফিক থেকে হীরা মন্ডল আগেই অন্য ক্লাবে নাম লিখিয়েছেন। এবার ক্লাব ছাড়ছেন তারকা গোলকিপার অরিন্দম ভট্টাচার্যও। যাঁকে গত মরশুমে অধিনায়ক বাছা হয়েছিল। জানা যাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে তাঁর কথাবার্তা প্রায় চূড়ান্ত। শীঘ্রই ঘোষণা করে দেওয়া হবে অরিন্দমের নাম।
২০২০/২১ মরশুমে আইএসএলের গোল্ডেন গ্লাভস পুরস্কার উঠেছিল তাঁর ঝুলিতে। তবে গত মরশুমে ইস্টবেঙ্গলের জার্সিতে নিজের সেরার ধারে কাছেও ছিলেন না তারকা গোলকিপার। ১১ ম্যাচে ২৯টি সেভ করলেও গোল হজম করতে হয়েছে ১৯টি। ইস্টবেঙ্গলের অধিনায়ক বাছা হয়েছিল অভিজ্ঞ গোলকিপারকে। তবে একের পর এক ভুল করে ডার্বিতে ডুবিয়েছিলেন দলকে। মহারণে চোট পেয়ে ছিটকে যাওয়ার পরে নেতৃত্বের আর্মব্যান্ডও ছেড়ে দেন। পরে প্ৰথম একাদশের অনিয়মিত হয়ে পড়েন তারকা এই গোলকিপার।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলে কি ফের কোচ হচ্ছেন আলেহান্দ্রো! এক টুইটেই জল্পনার দাবানল ছড়ালেন স্প্যানিশ বস
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে ফোনে অরিন্দম বিরক্ত হয়েই বলে দিলেন, "ইস্টবেঙ্গলের তরফে এখনও পর্যন্ত কেউ যোগাযোগ রাখেনি। আইএসএলে আরও দুটো ক্লাবের অফার ছিল। তবে নর্থ ইস্টের প্রস্তাবই ভালো লেগেছে।"
গত মরশুমে খারাপ ফর্মের পুনরাবৃত্তি যাতে না হয়, সেই জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন অরিন্দম। কয়েকদিনের মধ্যেই মারবেলা এফসির মূল দলের সঙ্গে প্রস্তুতি সারতে উড়ে যাবেন স্পেনে। ফর্মে ফিরতেই অরিন্দমের স্পেন সফর আসন্ন। দেশে অভিজিৎ মন্ডলের কাছে অনুশীলন করেন তিনি। তবে অভিজিৎ মন্ডল জাতীয় যুব দলের কোচিংয়ে ব্যস্ত থাকায় অরিন্দমকে সময় দিতে পারছেন না।
আরও পড়ুন: ইস্ট-মোহনের ‘বহু যুদ্ধের ঘোড়ার’ দিকে হাত চেন্নাইয়িনের! দক্ষিণী ক্লাব যেন মিনি বঙ্গ-ব্রিগেড
নিজের অনুশীলনের ভিডিও ক্লিপিংস পাঠিয়েছিলেন মারবেলার গোলকিপার কোচকে। তিনিই অরিন্দমকে দলের সঙ্গে অনুশীলন করার পরামর্শ দেন। স্পেন সফরে আরও ঝকঝকে হয়ে ওঠার লক্ষ্যেই যাচ্ছেন তারকা বাঙালি।
নর্থ ইস্টে এবার কোচ হয়ে আসছেন ইজরায়েলি মার্কো বালবুল। নতুন বিদেশি কোচের আস্থা অর্জন করে ফর্মে ফিরতে পারবেন অরিন্দম, সময়ই বলবে।