একদম অচেনা নয় কলকাতা! এটিকে মোহনবাগানেই রয়েছে পোগবার পুরোনো বন্ধু

ফ্লোরেন্তিন পোগবাকে সই করিয়ে চমক দিয়েছে এটিকে মোহনবাগান। পল পোগবা শুভেচ্ছাও জানিয়েছেন দাদাকে।

একদম অচেনা নয় কলকাতা! এটিকে মোহনবাগানেই রয়েছে পোগবার পুরোনো বন্ধু

বড় ঘোষণায় ৪৮ ঘন্টা আগেই চমকে দিয়েছে এটিকে মোহনবাগান। আসন্ন মরসুমের সেরার সেরা চমক দিয়ে এটিকে মোহনবাগান সই করিয়েছে পল পোগবার দাদা ফ্লোরেন্তিন পোগবাকে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শহরে পা রাখবেন ফ্লোরেন্তিন।

পোগবার দাদাকে নিয়ে তাই উত্তেজনার পারদ চড়ছে। এটিকে মোহনবাগান শিবিরও তারকার আগমনের অপেক্ষায়। ফ্লোরেন্তিন নিজেও শহর কলকাতায় পা রাখতে উদগ্রীব। চুক্তিতে সই করার পরেই জানিয়ে দিয়েছেন, “সদস্য, সমর্থকরা হচ্ছে ক্লাবের হৃদপিন্ড। ওদের নিয়েই আমরা এগিয়ে যাব। স্টেডিয়াম ভর্তি দর্শকদের সামনে খেলতে সবময়ই ভালোবাসি। উপভোগ করি। সেটা এখানেও পাব জেনে ভাল লাগছে। তাই অপেক্ষায় থাকব কবে সবুজ মেরুন সমর্থকদের ঢেউয়ের সামনে খেলতে নামব।”

আরও পড়ুন: ইউরো কাপ জয়ী যুব বিশ্বকাপের সেরা স্ট্রাইকার হাতছাড়া বাগানের! নাম লেখালেন গোয়ায়

জানা গিয়েছে, ঘনিষ্ঠ মহলে তিনি ইতিমধ্যেই কলকাতার ফুটবল সংস্কৃতি, সমর্থকদের ক্রেজ নিয়ে খোঁজ নিয়েছেন। তবে কলকাতায় এসে একদম অচেনা পরিবেশে পড়তে হবে না তাঁকে। এটিকে মোহনবাগানেই রয়েছে ফ্লোরেন্তিনের বন্ধু। তিনি মিডফিল্ড জেনারেল হুগো বৌমাস।

কলকাতায় খেলতে আসার বহু আগেই হুগোর সঙ্গে পরিচয় ফ্লোরেন্তিনের। যে দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন ভাই পল, সেই ফ্রান্সেরই তারকা ফুটবলার বৌমাস। যদিও তাঁর কাছে মরক্কোর নাগরিকত্বও রয়েছে। ফ্লোরেন্তিন আবার ভাই পল পোগবার মত ফ্রান্সের জাতীয় দল নয়, বেছে নিয়েছেন নিজের শিকড় মাখা দেশ গিনিকে। যদিও যুব পর্যায়ে খেলার সময় ফ্রান্সের জাতীয় যুব দলে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

তবে ফ্লোরেন্তিনের ফুটবল পরিচিতির অনেকটা জুড়েই ফ্রান্স। ফ্রান্সের সেডানের জার্সিতে তিন বছর খেলার পর, সেন্ট এতিয়েনের হয়ে খেলেছেন সাত বছর। এটিকে মোহনবাগানে ট্রান্সফার নিয়ে আসার আগে চুক্তিবদ্ধ ছিলেন সোশোর হয়ে।

আরও পড়ুন: ছাঁটাই হচ্ছেন বাগানের দীর্ঘদিনের এই বিদেশি! কৃষ্ণ-উইলিয়ামসের মতই বাতিলের খাতায় সুপারস্টার

আর ফ্রান্সকেই কার্যত ঘরবাড়ি বানিয়ে ফেলা ফ্লোরেন্তিনের সঙ্গে হুগোর মোলাকাতেও ‘ফ্রেঞ্চ কানেকশন’। ২০১৮-য় ভারতে পাড়ি দেওয়ার আগে হুগো খেলতেন লিগা-২’এর ল্যাভায়। দুজনকেই প্রতিনিধিত্ব করেন একই ফুটবল এজেন্সি সংস্থা।

কলকাতায় এসে তাই পুরোনো বন্ধুত্ব ঝালিয়ে নিতে প্রস্তুত থাকবেন ফ্লোরেন্স। হুগোর সঙ্গে।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Isl transfer atk mohun bagans hugo boumous familiar with paul pogbas elder brother florentin

Next Story
ইউরো কাপ জয়ী যুব বিশ্বকাপের সেরা স্ট্রাইকার হাতছাড়া বাগানের! নাম লেখালেন গোয়ায়
Exit mobile version