Advertisment

ISL-এ আর নয়! বিদেশের নামি ক্লাবে যোগ দেওয়ার পথে বাগানের রয় কৃষ্ণ

রয় কৃষ্ণকে আগেই ছেড়ে দিয়েছে এটিকে মোহনবাগান। তারপরে কোনও পরিবর্ত এখনও সই করায়নি বাগান শিবির।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

এটিকে মোহনবাগানের চেনা পরিবার সংসার ছাড়ার পর বারেবারেই কৌতূহলের উদ্রেক ঘটিয়েছে রয় কৃষ্ণের পরবর্তী গন্তব্য। সবকিছু ঠিকঠাক থাকলে ভারতে সম্ভবত আগামী মরশুমে আর খেলতে দেখা যাবে না। রয় কৃষ্ণের কাছে একাধিক আইএসএল ফ্র্যাঞ্চাইজির প্রস্তাব থাকলেও ফিজির জাতীয় দলের তারকা সম্ভবত ফিরে যাচ্ছেন এ লিগের ওয়েলিংটন ফিনিক্সে। যে দলের হয়ে একসময় অস্ট্রেলিয়ান লিগে ঝুড়ি ঝুড়ি গোল করেছেন, পুরোনো সেই পরিবেশেই আপাতত নাম লেখাতে পারেন কৃষ্ণ।

Advertisment

চলতি দলবদলের বাজারে ওয়েলিংটন ফিনিক্স নিজেদের বেশ গুছিয়ে নিয়েছে ১৮জনকে ইতিমধ্যেই সই করিয়ে। কয়েকদিন আগেই ওয়েলিংটন পরপর সই করিয়েছে ফরোয়ার্ড কোস্তা বারব্রাউসেস, মিডফিল্ডার স্টিভেন উগারকোভিচ এবং ফুলব্যাক লুকাস মাউরাগিসকে।

আরও পড়ুন: পোগবার দাদা ফ্লোরেন্তিন শীঘ্রই কলকাতায়! বিমানবন্দরে বাগান সমর্থকরা কখন যাবেন, জেনে রাখুন

আপাতত কোচ উফুক তালায় স্কোয়াডে চাইছেন একজন পরীক্ষিত গোলস্কোরারকে। এমন ভাবনাতেই দলের পুরোনো তারকা রয় কৃষ্ণকে নেওয়ার পথে ঝাঁপিয়েছে ফিনিক্স। বিশাল অঙ্কের আর্থিক প্রস্তাব দেওয়া হয়েছে কৃষ্ণকে। গত মরশুমে এ লিগে একজন ক্লিনিকাল ফিনিশারের অভাব ভালোই অনুভব করেছে। গ্যারি হুপার চোটের কারণে ছিটকে গিয়েছিলেন। তারপরে মোটেই সুবিধা করতে পারেনি ফিনিক্স।

সূত্রের খবর, পুরোনো ক্লাবের প্রস্তাব পেয়ে মৌখিকভাবে সম্মতিও নাকি দিয়ে দিয়েছেন তারকা। কোচ তালায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফিনিক্স কৃষ্ণকে ফেরত চায়।

নিউজিল্যান্ডের মিডিয়াকে কোচ তালায় জানিয়ে দিয়েছেন, "কৃষ্ণের এজেন্টের সঙ্গে আমাদের কথা হয়েছে। তবে কৃষ্ণ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য তাড়াহুড়ো করতে রাজি নন। কৃষ্ণকে ফিরে পেলে ভালো লাগবে। ভারতে যাওয়ার আগে কৃষ্ণ দারুণ খেলে গিয়েছিল। ইন্ডিয়াতেও দুর্ধর্ষ ফর্মে খেলেছিল। নিউজিল্যান্ডের নাগরিকত্ব থাকায় স্থানীয় ফুটবলারের কোটাতেই খেলতে পারবে ও। ওঁকে আমরা চাইছি। তবে রয়ের তরফেও সম্মতির প্রয়োজন।"

আরও পড়ুন: শিবদাস ভাদুড়ির নামে পুরস্কার, আমন্ত্রিত নয় ক্যাপ্টেনের পরিবারই! মোহনবাগান দিবসের আগে বড় বিতর্ক

ওয়েলিংটনের ক্লাব ইতিহাসে রয় কৃষ্ণই একমাত্র স্ট্রাইকার যিনি হাফসেঞ্চুরি গোলের কীর্তি গড়েছেন। ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত ছয় বছরে ওয়েলিংটনের হয়ে ১২৭ ম্যাচ খেলে রয় কৃষ্ণ ৫২ গোল করেছেন।

ফিজির সঙ্গে কৃষ্ণের এই মুহূর্তে নিউজিল্যান্ডের নাগরিকত্ব রয়েছে। ফিনিক্সে যোগ দিলে রয় কৃষ্ণ স্থানীয় ফুটবলার হিসাবে খেলতে পারবেন। সেই জন্যই তাঁকে পেতে এত উৎসাহী ওয়েলিংটন ফিনিক্স।

পুরোনো ক্লাবের জার্সি সত্যি সত্যি গায়ে চাপাবেন কিনা, তা অবশ্য সময়ই বলবে।

Mohunbagan Kolkata Football Indian Football ATK Mohun Bagan ISL atk-mohun-bagan
Advertisment