মুম্বই সিটি এফসি, এটিকে মোহনবাগানের পথে হেঁটেই এ লিগের তারকা ডিফেন্ডারকে সই করালো বেঙ্গালুরু এফসি। অস্ট্রেলীয় ডিফেন্ডার আলেকজান্ডার জোভানোভিচ এবার খেলবেন ব্লুজদের জার্সিতে। ৩২ বছরের তারকা ডিফেন্ডার ছয় দেশের সেরা লিগে খেলার অভিজ্ঞতা নিয়ে ভারতে পা রাখছেন। বেঙ্গালুরুর এফসির সপ্তম সই হিসাবে এবার ক্রান্তিবীরায় পা রাখছেন তিনি। কোচ সাইমন গ্রেসনের দলে এশিয়ান কোটায় খেলবেন আলেকজান্ডার।
জন্ম সিডনিতে। যুব পর্যায়ে কেরিয়ার শুরু করেন এপিয়া লেইখার্ডের হয়ে। ২০০৬-এ প্ৰথম পেশাদারি চুক্তি আদায় করে নেন পারামাত্তা ঈগলসের সঙ্গে। ২০০৮-এ প্ৰথমবার দেশের বাইরে পা রাখেন। সার্বিয়ান সুপার লিগে সই করেন ভজভদিনার জার্সিতে। ২০০৮ থেকে ২০১১-য় তিনটে আলাদা আলাদা মরশুম লোনে কাটান সার্বিয়ান ডিভিশন ক্লাবে- এফকে প্যালিক, এফকে ভেটেরনিক এবং আরকেএফ নভি সাদ-এ।
আরও পড়ুন: দলগঠনে চরম বিলম্ব! ইস্টবেঙ্গলের অপেক্ষায় না বসে MLS-এ সই তারকা বিদেশি স্ট্রাইকারের
আইএসএলের প্রাক্তন চ্যাম্পিয়নদের হয়ে সই করার পরে জোভানোভিচ জানিয়ে দিয়েছেন, "বেঙ্গালুরু এফসির হয়ে প্রতিনিধিত্ব করার জন্য মুখিয়ে রয়েছি। প্লেয়ার, স্টাফ, সমর্থকদের সঙ্গে আলাপ করতে চাই শীঘ্রই। আইএসএলে খেলার প্রস্তাব পেতেই বেঙ্গালুরু আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। এই ক্লাবের অনেক কথা আগেই শুনেছিলাম। সমস্ত কিছুই সদর্থক। লিগে নামার জন্য আর তর সইছে না।"
২০১১-য় হাজডুক কোলার হয়ে খেলার পরে জোভানোভিচ ফের একবার বিদেশে পাড়ি দিয়েছিলেন। সই করেন তাইল্যান্ডের বেকতেরো সাসানা-য়। ২০১৩ থেকে ২০১৫-য় জ্যানকোভিচ খেলেন দক্ষিণ কোরিয়ার সুয়ান এফসি, জেজু ইউনাইটেডের হয়ে। ২০১৬-য় চিনা সুপারলিগে তিয়ানজিন তেদার হয়েও খেলে ফেলেন।জেজুতে দ্বিতীয়বার নাম লেখানোর পরে তাঁর গন্তব্য হয় বসনিয়ান প্রিমিয়ার লিগে জেলিজনিকার সারাজেভোয়।
আরও পড়ুন: আইলিগের গোল্ডেন গ্লাভস জয়ী বাঙালিকে তুলে চমক মুম্বইয়ের! ISL মাতাবেন সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন
দক্ষিণ কোরিয়ার লিগে খেলা সেরা অস্ট্রেলীয় তিনি। জেজুর হয়ে দুই পৃথক স্পেলে একশোর ওপর ম্যাচ খেলেছেন। কিছুদিন আগেই জোভানোভিচকে খেলতে দেখা গিয়েছিল ম্যাকার্থার এফসির হয়ে।
এর আগে বেঙ্গালুরু চলতি ট্রান্সফার সিজনে সই করিয়েছে জাভি হার্নান্দেজ, রয় কৃষ্ণ, ফয়জল আলি, অমৃত গোপে, হীরা মন্ডল, প্রবীর দাস। চলতি মাসের শেষের দিকেই প্রিসিজনে নেমে পড়ছে বেঙ্গালুরু।