বুন্দেশলিগার তারকা মিডফিল্ডারের ঠিকানা এবার হতে পারে আইএসএল। সবকিছু ঠিকঠাক থাকলে জার্মান মিডফিল্ডার জুলিয়াস ডুকেরকে দেখা যেতে পারে চেন্নাইয়িন এফসির জার্সিতে। সূত্রের খবর কথাবার্তা অনেকটাই এগিয়েছে। শীঘ্রই ক্লাবের তরফে সরকারিভাবে জানিয়ে দেওয়া হতে পারে তারকা মিডফিল্ডারের অন্তর্ভুক্তি।
বয়স মাত্র ২৬। তরুণ এই জার্মান আইএসএলের অন্যতম সেরা তারকা হয়ে উঠতে পারেন। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে প্রয়োজনে আক্রমণাত্মক পজিশনেও খেলতে পারেন।
আরও পড়ুন: আতলেতিকোয় লা লিগা চ্যাম্পিয়ন! নেইমারের এই বাল্য বন্ধুর জন্য ISL ইতিহাসে সবথেকে দামি চুক্তি
কেরিয়ার শুরু নামি বুন্দেশলিগা দল উলফসবার্গের হয়ে। যুব পর্যায়ে খেলেছেন এমটিভি স্ক্যান্ডেলা, ব্রাউনশয়েগের, এইনট্রাক্টের হয়ে। সিনিয়র পর্যায়ে অভিষেক ঘটে বুন্দেশলিগার দ্বিতীয় ডিভিশনে এইনট্রাক্ট ব্রাউনশেয়গারের হয়ে। এসভি স্যান্ডহাউসেনের বিপক্ষে। পরবর্তীকালে খেলেছেন দ্বিতীয় ডিভিশনের একাধিক ক্লাব- এফসি মেগদেবার্গ, প্যাডারবর্ণ দলের হয়ে। এসভি ম্যাপেন, টিএসভি হ্যাভেলসের হয়ে। এসভি ম্যাপেনের হয়ে দুই মরশুমে ৪৩ ম্যাচ খেলে ৫টি গোলও করেছেন।
চেন্নাইয়িন এফসি এবার মিনি বঙ্গ ব্রিগেড। একের পর এক বাঙালি ফুটবলারের ঠিকানা এবার দক্ষিণী আইএসএল ক্লাবে। রহিম আলি, নারায়ণ দাস, দেবজিত মজুমদার, সজল বাগ, মহম্মদ রফিকরা যেমন রয়েছেন, তেমনই এবার চেন্নাইয়িন সই করিয়েছে সন্তোষ ট্রফিতে বাংলা দলের ক্যাপ্টেন মনোতোষ চাকলাদারকে।
বাঙালি তারকা সমৃদ্ধ ক্লাবেই এবার ফুল ফোটাতে পারেন জার্মান জুলিয়াস।