দল গঠনের লড়াইয়ে বাকি ক্লাবগুলিকে নিঃসন্দেহে বুধবার বড়সড় টেক্কা দিল চেন্নাইয়িন এফসি। মার্কি তারকা হিসাবে চেন্নাই এবার নিয়ে আসছে বুন্দেশলিগার প্রাক্তন স্ট্রাইকার পিটার স্লিসকোভিচকে। সার্বিয়ান বংশোদ্ভূত এই ক্রোয়েশিয়ার স্ট্রাইকারের উত্থান এফএসভি মেইঞ্জ-এর ইউথ একাডেমি থেকে। মাত্র ১৯ বছর বয়সে ফ্রাঙ্কফুর্টের জার্সিতে সিনিয়র ফুটবলে অভিষেক হয় তারকার।
তারপর বুন্দেশলিগায় মেইঞ্জ-এর হয়ে খেলেছেন টানা পাঁচ বছর, ২০১৫ পর্যন্ত। কয়েকদিন আগেই ঘানা ফরোয়ার্ড কমে কারিকারিকে সই করিয়ে হৈচৈ ফেলে দিয়েছিল চেন্নাই। ঘানার সুপার ফরোয়ার্ড কারিকারির সঙ্গেই জুটি বাঁধতে দেখা যাবে স্লিসকোভিচকে।
আরও পড়ুন: সবুজ মেরুনেই ঠিকানা তিরির! জল্পনা ছেড়ে জেনে নিন খবরের ভিতরের খবর
সেন্টার ফরোয়ার্ড পজিশনে খেলেন। ৩৫৯ ম্যাচে তাঁর নামের পাশে ১৩৬টি গোল, ১৬টি এসিস্টও করেছেন তিনি। বয়সের কারণে মেইঞ্জ-এর মূল স্কোয়াডে থাকলেও বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। অধিকাংশ সময়েই লোনে সেন্ট পাউলি, ডায়নামো ড্রেসডেনের দলের হয়ে খেলেছেন কেরিয়ারের মেইঞ্জ পর্বে। তবে মেইঞ্জ-এর হয়ে খেলার সময়ে তাঁর সেরা কৃতিত্ব ২০০৮/০৯ মরশুমে অনুর্দ্ধ-১৯ দলের হয়ে বুন্দেশলিগা চ্যাম্পিয়ন হওয়া।
২০১৫-য় বুন্দেশলিগা ছেড়ে পিটার স্লিসকোভিচ নাম লেখান সুইস সুপার লিগের এফসি আরাউ-য়ের হয়ে। একদশকের বেশি কেরিয়ারের বেশিরভাগ সময়ই খেলেছেন বুন্দেশলিগায়। মেইঞ্জ ছাড়াও হ্যালেসচার এফসি, ভিক্টোরিয়া ১৮৮৯ বার্লিন, তুর্কগুকু মিউনিখ, স্টুটগার্ট কিকারর্স, এমএসভি ডুইসবার্গের হয়ে খেলছেন। জার্মানির বাইরে ক্রোয়েশিয়ার জাতীয় যুব দলের একসময়ের এই স্ট্রাইকার জার্মানির বাইরে খেলেছেন একমাত্র এফসি আরাউ-য়ে। সুইস সুপার লিগে ৩১ ম্যাচে অংশ নিয়ে করেছেন পাঁচ গোল। এসিস্টের সংখ্যা দুটি।
আরও পড়ুন: পোগবা-হ্যামিলকে সই করানোর পর এবার মুখ খুললেন তিরি! জানালেন নিজের বাগান-ভবিষ্যৎ
৬.৬ ফুটের দীর্ঘদেহী এই স্ট্রাইকার গত জানুয়ারিতেই দেড় বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন ওয়েহেন ওয়াইসবাদেনের সঙ্গে। সেই চুক্তির জট কাটিয়ে এবার তাঁকে আইএসএলে খেলতে দেখা যাবে।