চেন্নাইয়িন এফসি এবার মিনি বঙ্গ ব্রিগেড। একের পর এক বাঙালি ফুটবলারের ঠিকানা এবার দক্ষিণী আইএসএল ক্লাবে। রহিম আলি, নারায়ণ দাস, দেবজিত মজুমদার, সজল বাগ, মহম্মদ রফিকরা যেমন রয়েছেন, তেমনই এবার চেন্নাইয়িন সই করিয়েছে সন্তোষ ট্রফিতে বাংলা দলের ক্যাপ্টেন মনোতোষ চাকলাদারকে।
স্কোয়াডে হাফডজন বাঙালি ফুটবলার রেখেও ক্ষান্ত হচ্ছে না চেন্নাইয়িন। জানা যাচ্ছে গোলকিপার কোচ হিসেবে কোনও বিদেশি নয়, চেন্নাইয়িনের পছন্দের তালিকায় একনম্বরে রজত ঘোষ দস্তিদার।
আরও পড়ুন: আতলেতিকোয় লা লিগা চ্যাম্পিয়ন! নেইমারের এই বাল্য বন্ধুর জন্য ISL ইতিহাসে সবথেকে দামি চুক্তি
কলকাতা ফুটবলের অন্যতম মহীরুহ রজত ঘোষ দস্তিদার কেরিয়ারে বহু ডার্বি খেলেছেন। কেরিয়ারের উত্থান টালিগঞ্জ অগ্রগামীর হয়ে। জার্সি চাপিয়েছেন দুই প্রধানের হয়েই। মোহনবাগানের হয়ে কেরিয়ারের তিন মরশুম খেলেছেন। প্রতিপক্ষ ইস্টবেঙ্গলের লাল-হলুদ জার্সি চাপিয়েছেন দুই মরশুম।
এছাড়াও আইলিগে সালগাঁওকর, ওএনজিসি-র হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। অবশ্য কোচিংয়ে এবারই প্ৰথম নয়, এর আগেও এটিকের কোচিং স্কোয়াডের অংশ ছিলেন তিনি।
আরও পড়ুন: ATKMB-তে ফের স্প্যানিশ কোচ! এস্প্যানিওলের ম্যানেজার এবার সবুজ মেরুনেরও হেড স্যার
খেলা ছেড়ে দেওয়ার পর কোচিংয়ের পাশাপাশি ধারাভাষ্যকার, ফুটবল বিশেষজ্ঞের ভুমিকাতেও দেখা গিয়েছে রজতকে।
সামনে এবার নতুন চ্যালেঞ্জ। তারকা গোলকিপার অবশ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে বলে দিলেন, "চেন্নাইয়িনের ভালো প্রস্তাব রয়েছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিই নি। অনেক কিছু পারমুটেশন-কম্বিনেশন করে সিদ্ধান্ত নিতে হবে।"
রজত যোগ দিক বা নাই দিক, চেন্নাইয়িন যে এবার বাঙালি।ফুটবলারদের 'হোম এওয়ে ফ্রম হোম' তা আর বলার অপেক্ষা রাখে না।