Advertisment

আলেয়ান্দ্র জমানায় ইস্টবেঙ্গলের স্প্যানিশ তারকা, ভারতেই সই করছেন শক্তিশালী ক্লাবে

ইস্টবেঙ্গলে খেলে যাওয়া হুয়ান মেরা এবার সই করতে চলেছেন রাউন্ডগ্লাস পাঞ্জাবের হয়ে। এই নিয়ে ভারতে তৃতীয় ক্লাবে নাম লেখালেন তারকা।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ভারতে খেলতে এসেছিলেন ২০১৯-এ। ইস্টবেঙ্গলের হয়ে এক বছর চুক্তিবদ্ধ হয়েছিলেন। সেই হুয়ান মেরাকে ফের একবার দেখা যাবে ভারতে। আইলিগের ক্লাব রাউন্ডগ্লাস পাঞ্জাবের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন স্প্যানিশ তারকা। চলতি সপ্তাহেই হুয়ান মেরার নাম পাঞ্জাবের ক্লাবটির তরফে ঘোষণা করে দেওয়া হতে পারে।

Advertisment

২০১৯/২০ শতবর্ষের বছর ছিল ইস্টবেঙ্গলে। আলেয়ান্দ্র মেনন্দেজের সঙ্গে দু-বছরের চুক্তি বাড়ানো হয়েছিল ক্লাবের তরফে সেবার। হুয়ান মেরার সঙ্গেই লাল-হলুদের অপ্রতিরোধ্য দলে সেবার বিদেশি হিসাবে ছিলেন মার্টি ক্রেসপি, মার্কোস দে লা এসপাদা, আনসুমানা ক্রোমা, ভিক্টর পেরেজ এবং জনি একোস্তা।

আরও পড়ুন: ISL চ্যাম্পিয়ন, ঘরের ছেলেকেই ফের সই ইস্টবেঙ্গলের! ডার্বি হারের পর বড় ঘোষণা লাল-হলুদে

হুয়ান মেরা ১৬ ম্যাচে মাত্র ২ গোল করলেও মাঝমাঠে ওয়ার্কলোড নিয়ে খেলার দক্ষতা প্রমাণ করেছিলেন। সেবার ইস্টবেঙ্গল আইলিগে রানার্স হয়েছিল।

কলকাতা লিগে যদিও হুয়ান মেরার আত্মপ্রকাশ ঘটেছিল কালীঘাটের বিরুদ্ধে। আইলিগ অভিষেকে রিয়েল কাশ্মীরের বিপক্ষে একটি গোলের ক্ষেত্রে সহায়তা করেন। ম্যাচের সেরাও নির্বাচিত হন।

মরশুম শেষে ইস্টবেঙ্গল ছাড়েন মেরা। স্প্যানিশ লিগের পঞ্চম ডিভিশনের লেলতাদের হয়ে খেলেন। ২০২১ মরশুমে ভারতে প্রত্যাবর্তন ঘটে মেরার। নাম লেখান নেরোকা এফসিতে।

পাহাড়ি ক্লাবের জার্সিতে ১০ ম্যাচে জোড়া গোল করেন। তাঁর এই পারফরম্যান্সই নজর কেড়ে নেয় আইলিগের অন্য দল রাউন্ডগ্লাস পাঞ্জাবের। তারপরেই নতুন মরশুমে স্প্যানিশ তারকা সই করলেন রাউন্ডগ্লাস পাঞ্জাবে।

আরও পড়ুন: ডার্বি হারলেও ইস্টবেঙ্গল এখনও পৌঁছতে পারে কোয়ার্টারে! কীভাবে সম্ভব, অঙ্ক মিলিয়ে হিসেব জানুন

ভারত ছাড়াও স্পেনে একাধিক ক্লাবে খেলেছেন তিনি। স্পোর্টিং বি, সেল্টা ভিগো, রেসিং ফেরোল, টেরওয়েল, লেইওয়ার মত ক্লাবে খেলেছেন।

রাউন্ডগ্লাস পাঞ্জাবে কোচ হিসাবে আশলে ওয়েস্টউডের চাকরি গিয়েছে। দায়িত্বে এসেছেন গ্রিসের স্টাইকস ভার্গেটিস। বেশ শক্তিশালী স্কোয়াড গড়েছে রাউন্ডগ্লাস পাঞ্জাব। মেরা ছাড়াও বিদেশির কোটায় স্কোয়াডে রয়েছেন অস্ট্রেলিয়ান ট্রেভিস মেয়র, ইংল্যান্ডের জোসেফ ইয়ার্নি, কুর্তিস গুতরে রয়েছেন। মোহনবাগানে খেলে যাওয়া বেইতিয়াও এবার খেলবেন মেরার পাশে।

সবমিলিয়ে ইস্টবেঙ্গলের মেরা পাঞ্জাবে তারকা হয়ে উঠবেন কিনা, সেদিকেই আপাতত নজর।

Eastbengal East Bengal Kolkata Football Indian Football East Bangal East Bengal Club
Advertisment