চলতি সপ্তাহের মধ্যেই সই সাবুদ পর্ব মিটে যাচ্ছে ইস্টবেঙ্গলের। তার পরেই দল ঘোষণা করতে চলেছে লাল-হলুদ শিবির। সই পর্ব সমাপ্ত হওয়ার আগেই বেশ কিছু প্লেয়ারের সঙ্গে কথাবার্তা এগিয়ে রেখেছে ইস্টবেঙ্গল।
এর মধ্যেই খবর, বিনো জর্জকে কোচ করতে পারে ইস্টবেঙ্গল। এএফসিতে গোকুলামের মহিলা দলের টেকনিক্যাল ডিরেক্টরের পদ সামলাচ্ছেন তিনি। তবে ইস্টবেঙ্গলের কোচ হওয়ার প্রস্তাব রয়েছে তাঁর কাছে। ভারতীয় ফুটবলে বেশ অভিজ্ঞ ৪৫ বছরের বিনো। কেরালায় যেমন ভিভো কেরালা, কোয়ার্টজ এফসি, রেড স্টার এবং দু-দফায় গোকুলামে কোচিং করিয়েছেন, তেমন কলকাতায় কোচিং করিয়ে গিয়েছেন চিরাগ ইউনাইটেড, ইউনাইটেড এফসির হয়ে।
আরও পড়ুন: অফার করতে দেরি! ইস্টবেঙ্গলের ‘ঘরের ছেলে’কে তুলে লাল-হলুদকে ধাক্কা ISL চ্যাম্পিয়নদের
কয়েক সপ্তাহ আগেই কেরালা ফুটবল দলকে সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন করেছেন তারকা কোচ। ভারতীয় ফুটবলে বেশ অভিজ্ঞ বিনোর হাতেই ইস্টবেঙ্গলের দায়িত্ব ফেলতে চাইছেন ইমামির কর্তারা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে বিনো জর্জ জানিয়ে দিলেন, "গোকুলামের সঙ্গে আমার চুক্তি শেষ হয়ে গিয়েছে। বর্তমানে ফ্রি এজেন্ট। ইস্টবেঙ্গলের তরফে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। প্রাথমিক কথাবার্তার পর আমাকে জানানো হয় ম্যানেজমেন্টের বেশ কিছু বিষয় নিষ্পত্তি করে আমার সঙ্গে যোগাযোগ করা হবে।"
ইস্টবেঙ্গলের চুক্তি সমস্যা দ্রুত মিটে গেলেই বিনোর কাছে ইমামির তরফে ফোন যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা। সূত্রের খবর এমনটাই। সম্ভবত কলকাতা লিগ এবং ডুরান্ড কাপের ইস্টবেঙ্গলের কোচিংয়ের দায়িত্ব সামলাবেন তিনি। আইএসএলে বিদেশি কোচের সহকারী হিসাবেও জুড়ে দেওয়া হতে পারে সন্তোষ-জয়ী কোচকে।
আরও পড়ুন: ইস্টবেঙ্গল ডাকল না! অনেক অপেক্ষার পরে স্পেনের ক্লাবকে ‘হ্যাঁ’ বললেন সোটা
সূত্রের খবর, বিদেশি কোচ নির্বাচনও দ্রুত সম্পন্ন করে ফেলবে ইস্টবেঙ্গল। তিন জন কোচকে শর্টলিস্ট করা হয়েছে। তাঁদের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে। ভারতে কোচিং করিয়ে যাওয়া কোনও কোচের হাতেই দল সামলানোর দায়িত্ব দিতে চান বিনিয়োগকারীর কর্তারা। সেই বিদেশি কোচই ইস্টবেঙ্গলের বাকি পাঁচ বিদেশির নাম চূড়ান্ত করবেন। অর্থাৎ অন্যবার যেমন ফুটবলার বাছাই করে কোচের হাতে দল তুলে দেওয়া হত, সেরকম হচ্ছে না এবার। কোচই নিজের পছন্দের বিদেশি নির্বাচন করবেন। ইস্টবেঙ্গলের তরফে একমাত্র প্রি-কন্ট্র্যাক্ট হিসাবে চুক্তিবদ্ধ রয়েছেন স্প্যানিশ ডিফেন্ডার ইভান গঞ্জালেজ।