Advertisment

ইস্ট-মোহনের আইলিগ চ্যাম্পিয়ন বাঙালি এবার গোকুলামে! ডুরান্ডের মাঝেই বিরাট দলবদল

ডুরান্ডে কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলেছিলেন। তিনিই এবার নাম লেখাতে চলেছেন গোকুলাম কেরালায়।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ডুরান্ডের খেলতে দেখা গিয়েছিল কেরালা ব্লাস্টার্সের জার্সিতে। আর ডুরান্ড শেষ হলেই তারকা বঙ্গ সন্তান শুভ ঘোষ নাম লেখাচ্ছেন আইলিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরালায়। এমনটাই সূত্রের খবর।

Advertisment

গত বছর আইএসএলে ইস্টবেঙ্গলে খেলতে এসেছিলেন লোনে। কেরালা ব্লাস্টার্স থেকে এক বছরের লোনে মানোলো দিয়াজ-মারিও রিভেরার ইস্টবেঙ্গলে সই করেছিলেন। তবে ৩টের বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি বাঙালি স্ট্রাইকারের। লোনের মেয়াদ শেষ হতেই ফিরে গিয়েছিলেন ব্লাটার্সে। তবে ডুরান্ডে কেরালা ব্লাটার্সের হয়ে খেললেও শেষ মেষ সই করছেন গোকুলাম কেরালায়। ৩ বছরের চুক্তিতে। ২০২৫ পর্যন্ত চুক্তি পাকা করে ফেললেন তিনি।

আরও পড়ুন: সুনীল ছেত্রীর সাফ জয়ী সতীর্থ এবার সেরা বেলজিয়ান ক্লাবে! বিশাল খবর জানাল ISL টিম

ইস্টবেঙ্গল শুধু নয়, শুভ ঘোষের প্রোফাইলে রয়েছে মোহনবাগানে খেলার অভিজ্ঞতাও। মোহনবাগান ইউথ একাডেমির প্রোডাক্ট শুভ। ২০১৯-এ এ সিনিয়র দলের হয়ে অভিষেক ঘটে ডুরান্ডে। আইলিগে অভিষেক চার্চিল ব্রাদার্সের বিপক্ষে। মোহনবাগানের হয়ে সেই মরশুমেই কলকাতা ফুটবল লিগ, আইলিগ চ্যাম্পিয়ন হয়েছেন। সবমিলিয়ে ৯ ম্যাচে সবুজ মেরুন জার্সিতে ৩ গোল করেছিলেন।

publive-image

কেরালা এবং ইস্টবেঙ্গলের জার্সিতে শুভ ঘোষ (ফেসবুক)

প্ৰথম মরশুমের পরেই শুভ ঘোষ নাম লেখান কেরালা ব্লাস্টার্স দলে। তিন বছরের চুক্তিতে সই করেন কেরালার হলুদ জার্সিতে। ট্রান্সফারের সোয়াপ নিয়মে শুভ ঘোষের বদলে মোহনবাগান সই করায় নাওরেমকে।

ইস্ট-মোহন-কেরালা ঘুরে এবার শুভ ঘোষের ঠিকানা গোকুলাম কেরালা।

Eastbengal Mohunbagan East Bengal Indian Football Mohun Bagan East Bangal ISL atk-mohun-bagan East Bengal Club
Advertisment