/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/east-bengal-derby.jpg)
আগেই ঠিক হয়ে গিয়েছিল ভবিষ্যৎ। ক্লাব রিলিজ করতে চাইছিল বেশ কয়েকইস্টবেঙ্গল ছাড়লেন স্প্যানিশ ক্যাপ্টেন, সমর্থকদের জন্য আবেগে ভাসলেন টুইটারে মাস থেকে। তবে ইস্টবেঙ্গলের স্প্যানিশ স্টপার ইভান গঞ্জালেজের সঙ্গে চুক্তি থাকায় সমস্যা হচ্ছিল। স্প্যানিশ ডিফেন্ডারের দাবি ছিল একটাই, রিলিজ করলে চুক্তির পুরো অর্থই দিতে হবে।
এই নিয়েই টানা আলোচনা চলছিল। তবে এবার নতুন মরসুমের জন্য হোসে আন্তোনিও পারদো এবং জর্ডন এলসেকে সই করার পরেই কার্যত চূড়ান্ত হয়ে যায় ইভানের ক্লাব থেকে প্রস্থানের বিষয়টি। নতুন জোড়া সেন্টার ব্যাকের আগমন ক্লাব থেকে ইভানের বিদায় নিশ্চিত করে দেয়।
আরও পড়ুন: জাতীয় দলে বাদ পড়তেই জ্বলে উঠলেন ইস্টবেঙ্গল জার্সিতে! ডুরান্ড মাতিয়ে ফের নায়ক ব্রাত্য তারকা
তবে ডুরান্ড চলাকালীন এখনও ক্লাবের তরফে ইভানকে নিয়ে কোনও বিবৃতি দেয়নি ইস্টবেঙ্গল। বুধবার অবশ্য ইভান নিজেই টুইটারে জানিয়ে দেন, ইস্টবেঙ্গল পর্বের ইতি ঘটেছে তাঁর কেরিয়ারে।
টুইটারের স্বল্প দৈর্ঘ্যের এক ভিডিও পোস্ট করে ইভান লিখেছেন, "ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য ভিডিও পোস্ট করছি। স্রেফ গত সিজনের জন্য সকলকে ধন্যবাদ জানাতে চাই। কঠিন সময়ে, এমনকি খারাপ ফলাফল সত্ত্বেও তোমরা আমাদের পাশে ছিলে সমর্থনের জন্য। ইস্টবেঙ্গলের সঙ্গে আমার চুক্তি ফিনিশ হয়ে গিয়েছে। কিছু বলার নেই। ক্লাবের অন্যতম এক ক্যাপ্টেন হতে পেরে, ভারতে দুরন্ত ক্লাবের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।"
Thank you @eastbengal_fc
I can only wish you the best for the club and the people around the club, supporters, workers and staff.
Even in the bad moments you were there for all of us.
Thank you and Joy East Bengal ❤️🤞 pic.twitter.com/Zp0a6cLqdr— IVAN GON24LEZ (@IvanGGonzalezz) August 30, 2023
"গত বছর তোমরা যা করেছ, সেই সমর্থনের জন্য ধন্যবাদ। জানি ফলাফল মোটেই ভাল হয়নি। তবে তোমরা আমাদের জন্য ছিলে। জয় ইস্টবেঙ্গল। ক্লাবের জন্য তোমরা যা করেছ, তার জনঃ অনেক অনেক ধন্যবাদ।"
ইস্টবেঙ্গলে নাম লেখানোর আগে ইভানকে আইএসএল-এ দেখা গিয়েছিল এফসি গোয়ার জার্সিতে। এফসি গোয়ায় খেলার আগে ৩২ বছরের স্প্যানিশ তারকা খেলেছিলেন কালচারাল লিওনেসার হয়ে। যেখানে তিনি ক্যাপ্টেন ছিলেন।
গঞ্জালেজের ফুটবল হিসাবে বেড়ে ওঠা রিয়াল মাদ্রিদের আঁতুরঘরে। রিয়ালের যুব দলের প্রোড্যাক্ট তিনি। সেখান থেকে রিয়াল মাদ্রিদের সি দলে জায়গা করে নেন। ২০০৮-০৯ সালে স্পেনের তেরেসা ডিভিশনে সিনিয়র কেরিয়ার শুরু করেন রিয়াল মাদ্রিদ সি দলের জার্সিতে।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলের গর্ব কলঙ্কিত সমর্থকদের কুকীর্তিতে! মুখ খুললেন ইস্টবেঙ্গল কর্তাও
ডিফেন্সে যে কোনও পজিশনে খেলতে পারেন। রিয়াল মাদ্রিদের যুব দলে নাচোর সঙ্গে সেন্ট্রাল ডিফেন্স সামলাতেন। এছাড়াও রাউল, আর্জেন রবেন, এঞ্জেল ডি মারিয়া, ইকের ক্যাসিয়াস, করিম বেনজিমা, সের্জিও রামোস, মার্সেলোদের সঙ্গে অনুশীলন করেছেন।
রিয়াল মাদ্রিদের বিভিন্ন দলে ১০ বছর কাটিয়ে গঞ্জালেজ নাম লেখান স্পেনের চতুর্থ ডিভিশনে দিপর্তিভো-বি দলে। তারপরে তিনি খেলেন যথাক্রমে ইউবি কনকিউয়েন্স, কালচারাল লিওনেসা র হয়ে।
২০১৬-য় দ্বিতীয়বারের মত কালচারাল লিওনেসার হয়ে খেলেন। মোট ১৬৭টি ম্যাচ খেলেন কালচারাল লিওনেসার হয়ে। দলকে দ্বিতীয় ডিভিশনে তুলতেও সাহায্য করেন।
রেসিং ফেরোলের হয়ে কোপা ডেল রে খেলেছেন। স্প্যানিশ কাপ কম্পিটিশনে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ, ভ্যালেন্সিয়ার মত দেশের শীর্ষসারির দলগুলির বিরুদ্ধে মুখোমুখি হয়েছেন একাধিকবার।