East Bengal signs David Lalhlansanga: ক্লেটন সিলভার সঙ্গে আক্রমণভাগে এবার জুটি বাঁধছেন দিমিত্রি ডায়মান্তাকোস। বিদেশি তো বটেই এবার স্বদেশী স্ট্রাইকার চয়নেও সেরা বাছাই করে রাখছে ইস্টবেঙ্গল শিবির। মঙ্গলবার-ই লাল হলুদ শিবিরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, গত বছর সিএফএল এবং ডুরান্ড কাপের টপ স্কোরার ডেভিড লালহাসাঙ্গাকে সই করাল ইস্টবেঙ্গল।
মহামেডানের জার্সিতে সোনার সময় কাটিয়েছেন ডেভিড। আইলিগে গোলের ঝড় তুলেছিলেন। তারপর কলকাতা লিগ, ডুরান্ড কাপ- একের পর টুর্নামেন্টে ঝলসে উঠেছে ডেভিডের বুট। তাঁর অনবদ্য ফর্মে ভর করে মহামেডান আইলিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল খেলবে এবারই প্ৰথমবার। তবে দলের তারকাকে রাখতে পারল না সাদা-কালো শিবির।
ডেভিডের মত প্রতিশ্রুতিমান তারকাকে পাওয়ার জন্য যে আইএসএল-এর বড় বড় ফ্র্যাঞ্চাইজি ঝাঁপাবে, এটা প্রত্যাশিত-ই ছিল। শেষমেশ ডেভিডকে খেলতে দেখা যাবে লাল-হলুদ জার্সিতে।
মিজো তারকা আইজল এফসি থেকে বেড়ে উঠেছেন। যুব পর্যায় থেকে সিনিয়র দলের হয়ে খেলেছেন ডেভিড। তারপর ২০২৩-এ নাম লিখিয়েছিলেন মহামেডানে। ডুরান্ড কাপের আগে যোগ দিয়েছিলেন। তারপর খেলতে নামলেই গোলের বন্যা বইয়েছেন। ডুরান্ড কাপে ছয় গোল করে গোল্ডেন বুট জিতেছেন। তারপর আইলিগে নেমে মাত করেছেন। কলকাতা লিগে ২১ গোল করে মহামেডানকে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন করেন। আইলিগেও তাঁর নামের পাশে ৫ গোল, ২ এসিস্ট।
আর এক সিজনের দুর্ধর্ষ পারফরম্যান্সে জাতীয় দলেও ডাক পান। কিছুদিন আগেই কাতারের বিপক্ষে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী রাউন্ডে ভারতের স্কোয়াডে ছিলেন তিনি।
ডেভিডকে পেয়ে উচ্ছ্বসিত লাল হলুদ কোচ বলেছেন, "ওঁকে বহুদিন ধরে ক্লাবে আনার চেষ্টা চালাচ্ছিলাম। ডুরান্ড কাপ এবং সিএফএল-এ টপ স্কোরার হওয়ার পর থেকেই ও আমার নজরে পড়ে গিয়েছিল। ভবিষ্যতের জন্য ও দলের সম্পদ হতে চলেছে।"
ডেভিড নিজে লাল-হলুদে যোগ দিয়ে বলেছেন, "ভারত জুড়ে লক্ষ লক্ষ সমর্থক ছড়িয়ে রয়েছে ইস্টবেঙ্গলের। প্যাশনেট সমর্থকদের সামনে খেলতে বরাবর পছন্দ করি। জাতীয় দলের ক্যাম্পে ইতিমধ্যেই মহেশ, লালচুননুঙ্গা, নন্দকুমারদের সঙ্গে সময় কাটিয়েছি। ওঁরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমাকে উন্নতি করার পরামর্শ দিয়ে। ক্লাবের জন্য নিজের সেরাটা দিতে চাই। জয় ইস্টবেঙ্গল।"