Advertisment

Dimitrios Diamantakos: টানা পাঁচ ISL ম্যাচে গোল করা বিদেশি গোলমেশিন ইস্টবেঙ্গলে! ট্রান্সফারের সেরার সেরা চমক লাল-হলুদের

Who is Dimitrios Diamantakos: কেরালার জার্সিতে দুই সিজনে দামায়ানটাকোস ৪৪ ম্যাচ খেলে ২৮ গোল করেছেন। ৩১ বছরের তারকা গোল করানোতেও দ্বিতীয় সর্বোচ্চ ছিলেন (২০টি এসিস্ট)। ২০২২-২৩ সিজনে টানা পরপর পাঁচটা ম্যাচে গোল করে বিরল রেকর্ড গড়েন।

author-image
IE Bangla Sports Desk
New Update
East Bengal, ISL derby

East Bengal: ডার্বিতে ইস্টবেঙ্গল (এক্সপ্রেস ফটো পার্থ পাল)

Dimitrios Diamantakos in East Bengal: জল্পনা ছিলই। সেই জল্পনাকে সত্যি করেই ইস্টবেঙ্গল বুধবার সরকারিভাবে ঘোষণা করে দিল গ্রিক স্ট্রাইকার দিমিত্রি ডায়মানটাকোসের যোগদানের খবর। এক নয়, দু বছরের চুক্তিতে গ্রিক স্ট্রাইকার আসছেন কলকাতায়।

Advertisment

গ্রিসের জাতীয় দলের প্রাক্তন স্ট্রাইকার দুই সিজন আগে যোগ দিয়েছিলেন কেরালা ব্লাস্টার্স-এ। তারপরে নিজের জাত চিনিয়ে ১৩ গোল করেন। গত আইএসএল-এর গোল্ডেন বুটজয়ী সই করিয়ে কিছুটা চমক-ই দিল ইস্টবেঙ্গল।

কেরালার জার্সিতে দুই সিজনে দামায়ানটাকোস ৪৪ ম্যাচ খেলে ২৮ গোল করেছেন। ৩১ বছরের তারকা গোল করানোতেও দ্বিতীয় সর্বোচ্চ ছিলেন (২০টি এসিস্ট)। ২০২২-২৩ সিজনে টানা পরপর পাঁচটা ম্যাচে গোল করে বিরল রেকর্ড গড়েন। গত সিজনে ১৩ গোল করার পাশাপাশি ৩টে এসিস্ট-ও করেন আইএসএল-এ। সুপার কাপেও তাঁর নামের পাশে ৩ গোল, ১ এসিস্ট।

এমন গোলশিকারিকে সই করিয়ে কোচ কার্লেস কুয়াদ্রাত উচ্ছ্বসিত। বলে দিয়েছেন, "ভারতীয় ফুটবল এবং আইএসএল-এ যেভাবে ও নিজেকে মানিয়ে নিয়েছে, তা দুরন্ত। ওঁর যোগদানে আমাদের আক্রমণভাগ আরও জোরদার হবে। ওঁর সঙ্গে আমাদের সদর্থক কথাবার্তা হয়েছে। যার ফলে ও এখানে সই করতে রাজি হয়েছে। ওঁর কাছে অন্যান্য দলের অফার-ও ছিল। তবে আমাদের প্রোজেক্ট ওঁর মনঃপুত হয়।"

গ্রিসের জার্সিতে উয়েফা-র অনুর্দ্ধ-১৯ চ্যাম্পিয়নশিপে রানার্স হওয়া দামায়ানটাকোস লাল হলুদ শিবিরে যোগ দিয়ে বলেছেন, "এশিয়ার অন্যতম সমর্থকপুষ্ট ক্লাব ইস্টবেঙ্গল। সমর্থকদের সামনে পারফর্ম করার জন্য মুখিয়ে রয়েছি। গোল করার সমর্থকদের মুখে হাসি ফোটানোর জন্য তর সইছে না। কলকাতায় দেখা হচ্ছে।"

গ্রিক স্ট্রাইকার গত সিজনের শেষ দিকে কয়েকটি ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি। তার চোটের কারণেই ইস্টবেঙ্গল শিবির তাঁকে পাওয়ার বিষয়ে সন্দিগ্ধ ছিল। গত সিজনে ইয়াগো ফ্যালকাওয়ের ঘটনা একদমই টাটকা। তবে তাঁর ইনজুরির রিপোর্ট আসার পরই বোঝা যায়, আসন্ন সিজন শুরুর আগেই তিনি ফিট হয়ে উঠবেন। তারপরই ক্লাব তাঁকে সই করানোর জন্য সবুজ সঙ্কেত দেয়।

Eastbengal East Bengal Kolkata Football Indian Football East Bangal ISL East Bengal Club
Advertisment