Advertisment

ISL অভিষেকেই এমার্জিং প্লেয়ার! চ্যাম্পিয়ন ডিফেন্ডারকে সই করিয়ে চমক ইস্টবেঙ্গলের

ইস্টবেঙ্গলে সই করলেন চেন্নাইয়িনের তারকা ডিফেন্ডার জেরি লালরিনজুয়ালা। ইমামির সঙ্গে চুক্তির দিনেই জেরির আগমন নিশ্চিত হল।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ইমামি ইস্টবেঙ্গল সই করিয়ে ফেলল লেফটব্যাক জেরি লালরিনজুয়ালাকে। তবে দীর্ঘমেয়াদি নয়, স্বল্পকালীন চুক্তিতেই লাল-হলুদে যোগ দিচ্ছেন এই সাইড ব্যাক। খেল নাও-য়ের প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ বছরের তারকার সঙ্গে এক বছরের চুক্তি করেছে ইস্টবেঙ্গল শিবির।

Advertisment

গত মরশুমে চেন্নাইয়িনের হয়ে খেলার পরে চুক্তি শেষ হয়ে যায় লালরিনজুয়ালার। তারপরেই ফ্রি এজেন্ট লালরিনজুয়ালাকে সই করিয়ে ফেলে ইস্টবেঙ্গল। ইমামির সঙ্গে ইস্টবেঙ্গলের গাঁটছড়া বাঁধার দিনেই সই পর্ব সমাপ্ত হয়েছে। এমনটাই জানা গিয়েছে।

আরও পড়ুন: কনস্টানটাইনের কাঁধে বিশাল দায়িত্ব! পাঁচ লক্ষ্যের চাঁদমারিতে ইস্টবেঙ্গলে পা রাখছেন ইংরেজ কোচ

আইএসএল-এ নিয়মিত খেলা ছাড়াও জেরি লালরিনজুয়ালা জাতীয় দলের হয়েও খেলে ফেলেছেন আন্তর্জাতিক মঞ্চে। নয় ম্যাচে অংশ নিয়েছেন তিনি। কেরিয়ারের অধিকাংশ সময়ই কাটিয়েছেন চেন্নাইয়িন এফসিতে। এআইএফএফ-এর এলিট একাডেমি থেকে উত্তীর্ণ হওয়ার পরে জেরি ২০১৬-য় নাম লেখান চেন্নাইয়িন এফসিতে। অভিষেক মরশুমেই মেরিনা মাচান্সদের হয়ে ১৩ ম্যাচে খেলে ফেলেন। গোল করেন একটি। তাঁর দুর্ধর্ষ পারফরম্যান্সের সুবাদে সেই বছরেই আইএসএল-এর এমার্জিং প্লেয়ার এওয়ার্ড জিতে নেন।

publive-image

২০১৬/১৭ সিজনে তিনি লোনে চলে যান ডিএসকে শিবাজিয়ান্স-এ খেলতে। লোনে আইলিগে গিয়েও এমার্জিং প্লেয়ারের তকমা আদায় করে নেন। তারপরে টানা খেলে গিয়েছেন চেন্নাইয়িন এফসির জার্সিতে। ২০১৭/১৮ মরশুমে চেন্নাইয়িনের আইএসএল জয়ের মরশুমে স্কোয়াডের অন্যতম সেরা পারফর্মার ছিলেন জেরি। বেঙ্গালুরু এফসির বিপক্ষে ফাইনালে দুরন্ত খেলার জন্য এমার্জিং প্লেয়ারের পুরস্কার জিতে নেন সেই মরশুমেও।

আরও পড়ুন: জোড়া ISL চ্যাম্পিয়নের সঙ্গে ইস্টবেঙ্গলে এবার পুরনো তারকাও! শেষবেলায় ঝড় তুলছে লাল-হলুদ

তারপরের কয়েক বছরে চেন্নাইয়িনের ডিফেন্সের।অন্যতম স্তম্ভ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তারকা। শেষ তিন মরশুমে জেরি চেন্নাইয়িনের হয়ে ৫১টি ম্যাচ খেলে ফেলেছেন। নতুন মরশুমে স্কোয়াডে ব্যাপক ঝাড়াই বাছাই করেছে দক্ষিণী ক্লাবটি। তাই জেরিকে ছেড়ে দেওয়া হয়।

চেন্নাইয়িনের হয়ে টানা ছয় মরশুম খেলার পরে জেরি এবার আসছেন কলকাতায়। স্রেফ আইএসএল কাঁপানোই নয় জাতীয় দলের হয়েও সাফল্যের স্বাদ পেয়েছেন জেরি। ২০১৭, ২০১৮-য় টিম ইন্ডিয়ার হয়ে পরপর দু-বার ইন্টার কন্টিনেন্টাল কাপ জেতেন জেরি। তবে ২০১৯-র পরে জাতীয় দলের হয়ে আর সুযোগ পাননি।

Eastbengal East Bengal Kolkata Football Indian Football East Bangal ISL East Bengal Club
Advertisment