Advertisment

ISL খেলতে ভারতে আমনার দেশের সুপারস্টার! তারকাকে টপকে গোল করাই হয়ে গেল চ্যালেঞ্জ

আইএসএলে যোগ দিলেন সিরিয়ার জাতীয় দলের ডিফেন্ডার ফারেস আর্নাউত। দুর্ধর্ষ প্রোফাইল নিয়ে ভারতে পা রাখছেন তারকা।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আইএসএলে বড়সড় ঘোষণা করে ফেলল এফসি গোয়া। আসন্ন লিগে গোয়ার জার্সিতে খেলতে দেখা যাবে সিরিয়ার জাতীয় দলের ডিফেন্ডার ফারেস আর্নাউতকে। এক বছরের চুক্তিতে এফসি গোয়ায় খেলবেন তিনি।

Advertisment

২৫ বছরের তারকা সেন্টারব্যাক গত মরশুমে খেলেছেন বাহরিনের আল মুহারাক এসসির হয়ে। চলতি ট্রান্সফার সিজনে গোয়া এশিয়ান কোটায় সই করলো আল আমনার দেশের এই তারকাকে। সিরিয়ার জাতীয় দলের তারকা আমিরশাহি প্রো লিগে আল জাজিরা এফএসসি এবং সিরিয়ান প্রিমিয়ার লিগে আল জইশ এসসির হয়ে খেলেছেন অতীতে। জিতেছেন সিরিয়ান প্রিমিয়ার লিগ।

আরও পড়ুন: ATKMB-র পোগবা নন, এই তারকাই এবার ISL-এর সেরা সই! প্রোফাইল জানলে চমকে উঠবেন

আল জইশের হয়ে এএফসি কাপ টুর্নামেন্টে তিন মরশুমে ১৫টি ম্যাচ খেলেছেন এই সেন্ট্রাল ব্যাক। ২০১৯-এ সিরিয়ান ক্লাবটি এএফসি কাপের ওয়েস্ট এশিয়ান জোনের সেমিফাইনালে পৌঁছেছিল। আল মুহারাকের হয়ে সাফল্যের শীর্ষে উঠেছেন। এএফসি কাপ জয়ের স্বাদ পেয়েছেন আল মুহারাকের জার্সিতেই।

এবারেও প্ৰথম ভারতে খেলতে আসছেন না তিনি। ২০১৯-এ সিরিয়ার জাতীয় দলের হয়ে হিরো কন্টিনেন্টাল কাপ খেলতে ভারতে এসেছিলেন তিনি। ভারতের বিরুদ্ধে প্ৰথম ম্যাচেই সিরিয়া সেবার ১-১ ড্র করেছিল।সেবারই জাতীয় দলের জার্সিতে আত্মপ্রকাশ করেন প্ৰথমবার।

সবমিলিয়ে আন্তর্জাতিক স্তরে জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ১০টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ফিফা আরব কাপে খেলে ভারতে পা রাখছেন তিনি।

আরও পড়ুন: ১৯ বছরের তারকা এবার সবুজ মেরুন জার্সিতে! কোচ ফেরান্দো সন্তুষ্ট হতেই মেগা-চুক্তি

সিরিয়ার অনুর্দ্ধ-২৩ দলকে নেতৃত্ব দিয়ে আর্নাউত এএফসির অনুর্দ্ধ-২৩ প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছতে সাহায্য করেছিলেন। নিজেদের গ্রুপে এশিয়ার তিন জায়ান্টস কাতার, সৌদি আরব এবং জাপান থাকলেও সিরিয়া সকলকে অবাক করে পরের রাউন্ডে উঠেছিল। কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে এক্সট্রা টাইমে হেরে টুর্নামেন্ট থেকে সেবার বিদায় নেয় সিরিয়া।

কার্লোস পেনার প্রশিক্ষণাধীন গোয়ার রক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা সামলাতে হবে তাঁকে। গত মরশুমে নয় নম্বরে ফিনিশ করেছিল গোয়া। এবার সেই ব্যর্থতা ঝেড়ে ফেলতে বদ্ধপরিকর গউররা। হারানো গৌরব ফিরে পাওয়ার ক্ষেত্রে এশীয় ফুটবলে আর্নাউতের অভিজ্ঞতা সম্পদ হতে পারে গোয়ার।

আরও পড়ুন: ইউরো কাপ জয়ী যুব বিশ্বকাপের সেরা স্ট্রাইকার হাতছাড়া বাগানের! নাম লেখালেন গোয়ায়

এএফসি কাপে আল মুশরাকের হয়ে একটি গোলও রয়েছে তাঁর। কার্লোস পেনার স্ট্র্যাটেজিতে তিনি কীভাবে খাপ খাইয়ে নেন, সেটাই দেখার। কোচ সের্জিও লোবেরার প্রশিক্ষণে যে গোয়া লিগ শিল্ড উইনার্স ট্রফি জিতেছিল, সেই স্কোয়াডে গুরুত্বপূর্ণ তারকা ছিলেন পেনা।

২০২১/২২ মরশুমে গোয়া ডুরান্ড কাপ জিতে দারুণভাবে মরশুম শুরু করেছিল। তবে আইএসএলে সেরকম ফর্মে আর পাওয়া যায়নি গউরদের। কোচ হুয়ান ফেরান্দোর সমস্যা হয়ে দাঁড়িয়েছিল একের পর এক তারকার চোট আঘাত। বেশিরভাব ম্যাচেই গুরুত্বপূর্ণ সময়ে গোল হজম করে সমস্যায় পড়ে গিয়েছিল এফসি গোয়া।

গতবারের ভুল ত্রুটি শুধরে এবার নতুনভাবে আইএসএল অভিযানে নামতে প্রস্তুত গোয়া। আর্শদীপ সিং, আলভারো ভাজকুয়েজ, ফারেস আর্নাউতের মত তারকাদের সই করিয়ে সেই বার্তায় দিচ্ছে গোয়া।

Indian Football ISL Syria
Advertisment