দু-বারের আইএসএল চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি চলতি আইএসএলের সম্ভবত এখনও পর্যন্ত সেরা সই করিয়ে ফেলল শনিবার। ঘানার সেন্ট্রাল ফরোয়ার্ড কমে কারিকারি এবার খেলবেন চেন্নাইয়িনের হয়ে।
থাই লিগে মাজদার জার্সিতে গত মরশুমে ২৯ ম্যাচে ১৩ গোল করেছিলেন। থাই এফএ কাপে হাফডজন ম্যাচে চার গোল তাঁর নামের পাশে। থাই লিগের সাফল্য পিছনে ফেলে কারিকারি এবার পা রাখলেন ভারতে।
১১ বছরের ফুটবল কেরিয়ার বেশ চোখ ধাঁধানো। একদশকের বেশি কেরিয়ারে খেলেছেন ২৬১টি ম্যাচ। গোল এবং এসিস্টের সংখ্যা যথাক্রমে ৮৪ এবং ১৩টি। গোটা বিশ্ব জুড়ে ১২ টি আলাদা আলাদা দেশে সেরার সেরা আট লিগে খেলার বিপুল অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০১২-য় ইউরোপা লিগে সিএসকেএ মস্কো, পিএসভি আইন্দোভেনের বিপক্ষে গোলও করেছেন।
আরও পড়ুন: মোহনবাগান দিবসে চমক হতে পারেন পোগবা! বড় ঘোষণার পথে সবুজ মেরুন শিবির
কেরিয়ারের অধিকাংশ সময়ই কাটিয়েছেন সুইডিশ লিগে এআইকে সোনা-র হয়ে খেলে। মাত্র ১৯ বছর বয়সে ২০১১-য় এই সুইডিশ ক্লাবের হয়ে সিনিয়রদের ফুটবলে অভিষেক ঘটে তাঁর। সব মিলিয়ে বিখ্যাত সুইডিশ ক্লাবে ৭টি ইউরোপা লিগের ম্যাচ সহ খেলেছেন মোট ৫৮টি ম্যাচ। পাঁচ মরশুম ধরে ১০ গোল করেছেন। এছাড়াও সুইডেনে খেলেছেন হামস্টাডস, ডিজারফোর্সের হয়ে।
আরও পড়ুন: ISL খেলতে ভারতে আমনার দেশের সুপারস্টার! তারকাকে টপকে গোল করাই হয়ে গেল চ্যালেঞ্জ
২০১৫-য় সুইডেন ছেড়ে কারিকরি চলে আসেন তুরস্কের লিগে বেলিকেসিরস্পোরের হয়ে খেলতে। দুই মরশুম ধরে সেখানে তিনি খেলেন ৪০ টি ম্যাচ। করেন ১২ গোল, ৫ এসিস্ট। পরে নরওয়ে, জর্জিয়া, কাতার, উজবেকিস্তানেও খেলার অভিজ্ঞতা হয়েছে তাঁর। ২০১৭/১৮ মরশুমে জর্জিয়ায় ডায়নামো তিবলিসির হয়ে জর্জিয়ান লিগ জিতেছেন।
আরও পড়ুন: ডার্বিতে খলনায়ক! ভুলের প্রায়শ্চিত্ত করতে বিখ্যাত স্প্যানিশ ক্লাবে ইস্টবেঙ্গলের অরিন্দম
এই চলতি মরশুমে চেন্নাইয়িনের তৃতীয় বিদেশি হিসাবে দলে যোগ দিচ্ছেন তিনি। কিছুদিন আগেই দুই সেন্ট্রাল ব্যাক চূড়ান্ত করে ফেলেছে চেন্নাইয়িন। সেনেগালের ফালো দিয়াগনে, ইরানের ভাহা হাকামানেশিকে সই করিয়েছে থমাস দারিকের দল।
এবার চেন্নাইয়িন কার্যত মিনি বঙ্গ ব্রিগেড। দেবজিত মজুমদার, মহম্মদ রফিক, মনোতোষ চাকলাদার, সৌরভ দাসরা রয়েছেন। বাঙালিদের ব্রিগেডের এবার আক্রমণের অন্যতম অস্ত্র হতে চলেছেন ক্যামে কারিকারি।