ইস্টবেঙ্গলের নজরে ভালমতই ছিলেন। আইএসএলে আরও এক মরশুম খেলতে উদ্যোগী হয়েছিলেন দেশহর্ন ব্রাউন নিজেও। তা সত্ত্বেও ২৪ ঘন্টা আগে সরকারিভাবে জামাইকান ফরোয়ার্ডের ঠিকানা হয়ে গিয়েছে মেজর লিগ সকারের চ্যাম্পিয়নশিপের দল সাক্রামেন্টো রিপাবলিক এফসিতে।
ইস্টবেঙ্গলে এখন বিলম্বিত লয় চলছে। আর মাত্র ২১ দিন পরেই যেখানে নেমে পড়তে হবে ডুরান্ডের মত ঐতিহ্যশালী টুর্নামেন্টে সেখানে ইস্টবেঙ্গলের দল গঠনই চূড়ান্ত হয়নি। সই সাবুদ জটিলতায় সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের বাতাবরণ তৈরি হয়েছে। বিদেশি বা সহকারী দেশীয় কোচের একাধিক নাম ভেসে বেরালেও সরকারিভাবে এখনও ক্লাবের তরফে কিছুই জানানো হয়নি। ইমামি কর্তা যদিও সমর্থকদের আশ্বস্ত করে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে বলে দিয়েছেন চলতি সপ্তাহেই সই পর্ব মিটে যাবে। তারপরেই ঘোষণা করে দেওয়া হবে বিদেশি কোচের নাম।
বিদেশি কোচ হওয়ার দৌড়ে রয়েছেন স্টিফেন কনস্টানটাইন এবং জর্জে কোস্তা। অন্যদিকে কেরালার সন্তোষ ট্রফিজয়ী দলের রিজার্ভ দলের কোচ হওয়াও প্রায় পাকা।
আরও পড়ুন: আইলিগের গোল্ডেন গ্লাভস জয়ী বাঙালিকে তুলে চমক মুম্বইয়ের! ISL মাতাবেন সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন
এমন জটিল আবহেই এবার মুখ খুললেন ইস্টবেঙ্গলের হাতছাড়া হওয়া জামাইকান স্ট্রাইকার দেশহর্ন ব্রাউন। তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়ে দিলেন, "আমি নিজে ইস্টবেঙ্গলে খেলতে আগ্রহী ছিলাম। তবে ওঁরা তো এখনও ক্লাবের মালিকানা সমস্যায় ব্যস্ত। তাছাড়া আমার স্ত্রী আবার মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতে চাইছিলেন। তাই সাক্রামেন্টোকেই হ্যাঁ বলে দিলাম। ওঁদের সঙ্গে আমার চুক্তি রয়েছে নভেম্বর পর্যন্ত।"
দ্বিতীয় ট্রান্সফার উইন্ডোতে তিনি দল বদল করতেই পারেন। সেই ইঙ্গিতই মিলল তাঁর কথায়। ইস্টবেঙ্গলে কি জানুয়ারির উইন্ডোতে নাম লেখানোর ইঙ্গিত দিলেন? সময়-ই বলবে।