দল গঠন তো বটেই কোচের নামই চূড়ান্ত হয়নি ইস্টবেঙ্গলে। সই জটিলতায় আটকে পড়েছে যাবতীয় প্রক্রিয়া। এর মধ্যেই ইস্টবেঙ্গলের রাডারে থাকা দেশহর্ন ব্রাউন সই করতে চলেছেন মেজর লিগ সকারের চ্যাম্পিয়নশিপের দল সাক্রামেন্টো এফসিতে।
ইস্টবেঙ্গলের সঙ্গে অনেকটাই কথাবার্তা এগিয়েছিল। তবে সই পর্ব না মেটায় এবং কোচ বাছাই না হওয়ায় জামাইকান ফরোয়ার্ড অপেক্ষায় ছিলেন।
তবে ইস্টবেঙ্গলের দলগঠন আরও বিলম্ব হওয়ায় আর অপেক্ষা করতে রাজি হলেন না দেশহর্ন ব্রাউন। সরকারিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাবের তরফে শনিবারই জামাইকান ফরোয়ার্ডকে সই করানোর কথা জানিয়ে দেওয়া হল। দেশহর্ন এবার আইএসএল ছেড়ে মেজর সকার লিগের চ্যাম্পিয়নশিপ দলে নাম লিখিয়ে ফেললেন।
আরও পড়ুন: আইলিগের গোল্ডেন গ্লাভস জয়ী বাঙালিকে তুলে চমক মুম্বইয়ের! ISL মাতাবেন সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন
বেঙ্গালুরু এফসি থেকে নর্থ ইস্টে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে সই করানোর পর দারুণ ছন্দে ছিলেন ব্রাউন। দীর্ঘদেহী এই জামাইকান তারকা ২০২০-তে বেঙ্গালুরু এফসিতে যোগ দেন। তবে ভারতে প্ৰথমে খেলতে এসে একদমই ফর্মে ছিলেন না তিনি। ১৭ ম্যাচে মাত্র ৩ গোল করতে সক্ষম হয়েছিলেন তারকা। তারপরই বেঙ্গালুরু দ্বিতীয় ট্রান্সফার উইন্ডোতে রিলিজ করে ব্রাউনকে।
তবে নর্থ ইস্টে নাম লেখানোর পরেই স্বমেজাজে ছিলেন দেশহর্ন। মরসুমের অর্ধেক ম্যাচ খেলেই তিনি করে ফেলেছিলেন ১২ গোল। হাইল্যান্ডারদের হয়ে ১০ ম্যাচে ৫ গোল করে খালিদ জামিলের দলকে প্লে অফে তুলতে সাহায্য করেন।
গত মরশুমে চোট আঘাতের কারণে অধিকাংশ ম্যাচে বসে থাকতে হয়েছিল। তা সত্ত্বেও ১২ ম্যাচে তাঁর নামের পাশে ৭ গোল। এর মধ্যে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ৩-৩ ড্র ম্যাচে হ্যাটট্রিকও রয়ে তাঁর। গত মে মাসেই ব্রাউনের সঙ্গে নর্থ ইস্টের চুক্তি শেষ হয়ে গিয়েছিল।
আরও পড়ুন: ডুরান্ড-ডার্বিতে হতে পারে লজ্জার ফলাফল! আশঙ্কায় ইস্টবেঙ্গলের ম্যাচ পিছনোর আর্জি প্রাক্তনদের
ভারতে খেলতে আসার আগে ব্রাউন নরওয়ে, চিন, স্পেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক ক্লাবে খেলেছেন। ডেস মইন্স মেনাস, রিডিং ইউনাইটেড, কলোরাডো রাপিডস, ভ্যালেরেংগ্রা ফুটবল, সেজেন এফসি, ট্যাম্পা বে রোভার্স, ডিসি ইউনাইটেড, লোরকা, ওকলাহামা সিটি এনার্জি-র মত নামি ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
ইস্টবেঙ্গলের পাশাপাশি তাঁর কাছে আইলিগের মহামেডানেরও অফার ছিল। তবে ভারতের পাঠ চুকিয়ে দিয়ে দেশহর্নের এখন ঠিকানা মার্কিন যুক্তরাষ্ট্র।