Advertisment

ইস্টবেঙ্গল প্রাক্তনী, টানা দু-বার আইলিগ চ্যাম্পিয়ন! প্ৰথমবার সই করলেন ISL-এ

রক্ষিত ডাগর আইএসএলে প্ৰথমবার খেলতে নামবেন জামশেদপুর এফসির হয়ে। গোকুলাম কেরালার হয়ে দু-বার আইলিগ চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ইস্টবেঙ্গলে আগেই খেলে গিয়েছিলেন। ২০১৮-২০২০ দুই মরশুমে লাল-হলুদের অতন্দ্র রক্ষণের প্রহরীর ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। সেই রক্ষিত ডাগরই প্ৰথমবার আইএসএল অভিযানে নামতে চলেছেন। আইলিগ থেকে সরাসরি এবার তাঁকে দেখা যাবে আইএসএলে প্ৰথমবার।

Advertisment

জামশেদপুরের হয়ে খেলতে দেখা যাবে ইস্টবেঙ্গলের প্রাক্তন কাস্টোডিয়ান রক্ষিত ডাগরকে। রক্ষিতের সঙ্গে জামশেদপুর বৃহস্পতিবার সই করিয়ে ফেলল শেখ সাহিলকেও।

জামশেদপুরের হয়ে সই করার পরে রক্ষিত প্রেস বিবৃতিতে জানিয়েছেন, "জামশেদপুরে যোগ দিতে পেরে আমি বেশ উত্তেজিত। কোচ আইডি বুথরয়েড, লেসলি ক্লিভলির কোচিংয়ে নিজের কেরিয়ারের আরও উন্নতি ঘটানোই আমার লক্ষ্য।"

২০১৩-য় কেরিয়ার শুরু রক্ষিতের। তারপরে প্রায় একদশক খেলেছেন আইলিগের বিভিন্ন ক্লাবে। ইউনাইটেড সিকিম, ডিএসকে শিবাজিয়ান্স, মিনার্ভা পাঞ্জাবের হয়ে খেলতে দেখা গিয়েছে তাঁকে।

আরও পড়ুন: কনস্টানটাইনের কাঁধে বিশাল দায়িত্ব! পাঁচ লক্ষ্যের চাঁদমারিতে ইস্টবেঙ্গলে পা রাখছেন ইংরেজ কোচ

২০২১-এ গোকুলাম কেরালা এফসিতে যোগ দেওয়ার পরে ১৮ ম্যাচে অংশ নিয়েছেন তিনি। আইলিগ জয়ী দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। দু-বার গোকুলামে জিতেছেন আইলিগ ট্রফি। ২০২২-এ এএফসি কাপের গ্রুপ পর্বে গোকুলাম কেরালা ঐতিহাসিক ম্যাচে ৪-২ ব্যবধানে হারায় এটিকে মোহনবাগানকে। সেই ম্যাচে গোলরক্ষকের দায়িত্ব পালন করেছিলেন তিনি। এছাড়াও সুদেবা এফসির হয়েও খেলতে দেখা গিয়েছে তাঁকে।

সবমিলিয়ে আইলিগে ৮৯ ম্যাচে খেলেছেন তিনি। আইএসএলে তিনি প্ৰথমবার নেমে কতটা নজর কাড়তে পারেন, সেটাই দেখার।

Indian Football Kolkata Football East Bengal Club ISL East Bangal East Bengal Eastbengal
Advertisment