Advertisment

আর্জেন্টিনার রোনাল্ডোকে তুলে ISL মাতালো মুম্বই! প্রতিপক্ষ রক্ষণে ঝড় তুলবেন স্টিওয়ার্টের সঙ্গে

কেরালা ব্লাস্টার্সের জর্জে পেরেরা দিয়াজকে তুলে চমকে দিল মুম্বই সিটি এফসি।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

রোনাল্ডো, তবে পর্তুগালের নয়, আর্জেন্তিনার। আর্জেন্তিনার সেই জর্জে রোনাল্ডো পেরেরা দিয়াজকে সই করিয়ে আইএসএলে চলতি দলবদলে অন্যতম বড় খবর দিল মুম্বই সিটি এফসি।

Advertisment

গত বছর কেরালা ব্লাস্টার্সে খেলে নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন। এবারেও কেরালা তাঁকে দলে রাখতে উদ্যোগী হয়েছিল। তবে ৩১ বছরের আর্জেন্তিনীয় স্ট্রাইকার কেরালার অফার প্রত্যাখ্যান করে মুম্বই সিটিতে নাম লেখালেন। নিজের পুরোনো দলের বিপক্ষেই আসন্ন মরশুমে মাঠে নামতে দেখা যাবে মেসির দেশের তারকাকে।

আরও পড়ুন: অফার করতে দেরি! ইস্টবেঙ্গলের ‘ঘরের ছেলে’কে তুলে লাল-হলুদকে ধাক্কা ISL চ্যাম্পিয়নদের

গত মরশুমে কেরালার কোচ ভুকুমানোভিচ নিয়মিত প্ৰথম একাদশে খেলাতেন পেরেরাকে। ২১ ম্যাচে হলুদ জার্সিতে ৮ গোলও করেন তারকা ফরোয়ার্ড।

উইথ দ্যা বল তো বটেই, অফ দ্য বলেও জোহর দারুল তাজিম এফসির প্রাক্তন তারকার মুভমেন্ট নজর পড়ার মত। জামশেদপুর এফসি থেকে এবারই মুম্বইয়ে নাম লিখিয়েছেন গ্রেগ স্টিওয়ার্ট। স্টিওয়ার্টের সঙ্গে পেরেরার জুটি বহু দলের রক্ষণে ত্রাসের সঞ্চার করবে।

পেরেরার কেরিয়ার শুরু মাত্র ১৮ বছর বয়সে আর্জেন্টিনার দ্বিতীয় ডিভিশনের ফেরো কারিলের হয়ে। ২০১৩-য় নাম লেখান আতলেতিকো লানুসে। ২০১৩-য় কোপা সুদামেরিকানা চ্যাম্পিয়ন হন জর্জে পেরেরা দিয়াজ। প্ৰথম লেগের ফাইনালে পন্টে প্রেতার বিরুদ্ধে প্ৰথম একাদশেও ছিলেন তারকা।

আর্জেন্টিনার পাঠ চুকিয়ে জর্জে মালয়েশিয়ান সুপার লিগে জোহর দারুল তাজিমে নাম লেখান। চার মরশুমে জোহর দারুলের হয়ে ৩০ ম্যাচ খেলে ২৮ গোল তাঁর নামের পাশে। মাঝে অবশ্য দু-বার তাঁকে লোনে পাঠিয়ে দেওয়া হয় ইন্ডিপেন্ডেন্টে এবং ক্লাব লিয়ঁনে।

আরও পড়ুন: ইস্টবেঙ্গল ডাকল না! অনেক অপেক্ষার পরে স্পেনের ক্লাবকে ‘হ্যাঁ’ বললেন সোটা

মালয়েশিয়ান সুপার লিগ ছেড়ে জর্জে ২০১৮-য় প্রত্যাবর্তন করেন নিজের দেশে। সই করেন আতলেতিকো লুনাসে। এর পরে বেশ কয়েক সিজন আর্জেন্তিনায় খেলার পর আইএসএল-এ পা রাখেন হত বছর। আতলেতিকো প্ল্যাতিনেসের হয়ে খেলার সময় নিলামে তাঁকে পাঠিয়ে দেওয়া হয় কেরালা ব্লাস্টার্স-এ।

যাইহোক, গত মরশুমের ব্যর্থতা ঝেড়ে ফেলে মুম্বই সিটি এফসি এবার ঘুরে দাঁড়াতে মরিয়া। দলগঠনেই তাঁর ছাপ পাওয়া যাচ্ছে। গ্রেগ স্টিওয়ার্টের মত তারকাকেও জামশেদপুর থেকে তুলে নিয়েছে ডেস ব্যাকিংহ্যামের মুম্বই সিটি। অস্ট্রেলীয় স্ট্রাইকার ডেভিড উইলিয়ামস, ডিফেন্ডার রস্তন গ্রিফিথের ঠিকানাও এবার আইল্যান্ডার। সবমিলিয়ে গতবার পঞ্চম স্থান পাওয়া মুম্বই যে মরিয়া, তা আর বলার অপেক্ষা রাখে না।

Indian Football ISL
Advertisment