দলবদলের বাজারে শেষদিকে ঝড় তুলে দিল নর্থ ইস্ট ইউনাইটেড। প্রিমিয়ার লিগের অভিজ্ঞ স্ট্রাইকার ম্যাট ডার্বিশায়ারকে সই করিয়ে চমক দিল হাইল্যান্ডাররা। মাস খানেক আগে ইস্টবেঙ্গলের দল গঠনের সময় প্রবলভাবেই উঠে এসেছিল ম্যাট ডার্বিশায়ারের নাম। সাইপ্রাসের লিগে পাঁচ বছর খেলেছেন ইংলিশ এই স্ট্রাইকার। সেখানে খেলার সূত্রেই কনস্টানটাইনের সঙ্গে পরিচয়।
সেই সমীকরণ মেনে ময়দানে জল্পনা উঠে গিয়েছিল ম্যাট ডার্বিশায়ারের পরবর্তী ঠিকানা হতে চলেছে ইস্টবেঙ্গল। তবে ইস্টবেঙ্গল নয়, এবার নর্থ ইস্টে সই করলেন তারকা।
গ্রেট হারউড টাউনে ফুটবল কেরিয়ার শুরু। শৈশব থেকেই ছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রবল সমর্থক। তবে ২০০৩-এ সেই ম্যান ইউ-র প্রস্তাব খারিজ করে নাম লিখিয়েছিলেন ব্ল্যাকবার্ন রোভার্সে। ব্ল্যাকবার্নে ছয় বছর চুক্তিবদ্ধ ছিলেন তারকা। ইংলিশ প্রিমিয়ার লিগে থাকাকালীন লোনে কাটাতে হয়েছে প্লাইমাউথ আর্গাইল, রেক্সহ্যামে। গ্রিস সুপার লিগে অলিম্পিয়াকোসেও লোনে খেলেছেন এক বছর।
আরও পড়ুন: পরম্পরা বাঁচাতে ATK সরাক মোহনবাগান! প্রতিবাদে গর্জে উঠলেন এবার সনি নর্ডিও
ব্ল্যাকবার্নের সঙ্গে চুক্তি ছিন্ন হওয়ার পরে নাম লেখান অলিম্পিয়াকোসেই। এক বছর গ্রিক ক্লাবে খেলার পর ফের প্রত্যাবর্তন ঘটান নিজের দেশে। বার্মিংহ্যাম সিটিতে লোনে খেলার পর ইংল্যান্ডেই বিভিন্ন লিগে খেলেন নটিংহ্যাম ফরেস্ট, ওল্ডহ্যাম এথলেটিক, ব্ল্যাকপুল, রথারহ্যাম ইউনাইটেডে।
২০১৬-য় দ্বিতীয়বারের মত কেরিয়ারে দেশ ছাড়েন ডার্বিশায়ার। যোগ দেন সাইপ্রাসের লিগে ওমোনিয়া নিকোশিয়ার হয়ে। চার বছর ওমোনিয়ার হয়ে খেলার পরে সাইপ্রাসের লিগে খেলেন এইকে লারকানার হয়েও। মাঝে অবশ্য এ লিগে ম্যাকার্থার এফসিতেও খেলে এসেছিলেন এক বছর।
ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাইপ্রাসের লিগে খেলার অভিজ্ঞতা থাকা তারকা এবার মার্কো বুলবালের দলের আক্রমণ ভাগের নেতৃত্বে থাকবেন। ৩৬ বছরের তারকা ফুল হয়ে ফুটবেন ভারতে, সেটাই দেখার।