Advertisment

Mohun Bagan signs Tom Aldred: একসঙ্গে ৩ দেশের নাগরিক, সেই তারকাকে সই করিয়েই ঝড় তুলল মোহনবাগান, গোল করাই এবার হবে দুষ্কর

Mohun Bagan transfer update: স্কটল্যান্ডের যুব পর্যায়ে জাতীয় দলে খেলা অলড্রেড গত পাঁচ বছর দাপিয়ে খেলছেন এ লিগে। ২০১৯ থেকে ব্রিসবেন রোর-এর হয়ে খেলছেন তিনি। পাঁচ বছর অস্ট্রেলিয়ার ফুটবলে কাটানোর পর অস্ট্রেলিয়া র নাগরিকত্বও পেয়ে গিয়েছেন তিনি।

author-image
Subhasish Hazra
New Update
Mohun Bagan, MBSG, Tom Aldred

Mohun Bagan signs Tom Aldred: টম অলড্রেডকে সই করাল মোহনবাগান (উইকিমিডিয়া এবং টুইটার)

MBSG transfer: কোচ হোসে মোলিনা কয়েকদিন আগেই পুরোনো সংসার এটিকে মোহনবাগানে ফিরেছেন। সবুজ মেরুন কোচের জোব্বা পরেই স্প্যানিশ চ্যাম্পিয়ন ম্যানেজার এবার সই করিয়ে ফেললেন ইংরেজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ডিফেন্ডার টম অলড্রেডকে (Tom Aldred)।

Advertisment

৩৩ বছরের সেন্ট্রাল স্টপারের কেরিয়ারের পুরোটাই প্রায় কেটেছে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের ফুটবলে। এই দুই দেশের নাগরিকত্বের সঙ্গে কয়েকদিন আগে অস্ট্রেলিয়ারও নাগরিক হয়েছেন তিনি। ইংলিশ ফুটবল লিগে ১৬ বছরের কেরিয়ারে খেলেছেন একাধিক নামি ক্লাব- কার্লাইল, ওয়ার্কিংটন, ওয়াটফোর্ড, স্টকপোর্ট কান্ট্রি, ইনভর্নেস, কোলচেস্টার ইউনাইটেড, ব্যারো, ব্ল্যাকপুল, বুরি এবং মাদারওয়েলের নট ক্লাবে।

স্কটল্যান্ডের যুব পর্যায়ে জাতীয় দলে খেলা অলড্রেড গত পাঁচ বছর দাপিয়ে খেলছেন এ লিগে। ২০১৯ থেকে ব্রিসবেন রোর-এর হয়ে খেলছেন তিনি। পাঁচ বছর অস্ট্রেলিয়ার ফুটবলে কাটানোর পর অস্ট্রেলিয়ার নাগরিকত্বও পেয়ে গিয়েছেন তিনি।

টমকে সই করিয়ে কোচ মোলিনা প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, "আমাদের রক্ষণ শক্তিশালী করার জন্য অভিজ্ঞ টম অলড্রেড গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। শারীরিকভাবে বেশ শক্তপোক্ত এবং আক্রমণাত্মকও। এরিয়াল বলেও দাপটের সঙ্গে কর্তৃত্ব করতে পারে ও। বিল্ড আপ প্লে-র সময় ওঁর টেকনিক বেশ ভালো।"

টম অলড্রেড বলেছেন, "মোহনবাগান সুপার জায়ান্টস এফসি সই করতে পেরে ভালো লাগছে। সবুজ মেরুন জার্সি পরাটা সম্মানের বিষয়। খেলা চালু করার জন্য মুখিয়ে রয়েছি। আমার ফুটবল কেরিয়ারে আমাকে ইংল্যান্ড, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া হয়ে এখন ভারতের দিকে নিয়ে গিয়েছে। আইএসএল এবং এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে এই অনবদ্য ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য আমি আপাতত উদগ্রীব। দলকে সমস্ত রকমভাবে সাহায্য করতে আমি প্রস্তুত।"

"মোহনবাগানের ইতিহাস সম্পর্কে আমি ভালোজ ওয়াকিবহাল। দূর থেকেই ক্লাবের বেশ কিছু সাফল্য প্রত্যক্ষ করেছি। মোহনবাগানের জার্সিতে প্রতিটা মুহূর্তে নিজেকে উজাড় করে দিতে চাই। এবং দলের আরও সাফল্যে অবদান রাখতে আমি বদ্ধপরিকর। কলকাতা, ভারতে যাওয়ার জন্য আমার তর সইছে না। সকলের সঙ্গে শীঘ্রই দেখা হচ্ছে।"

atk-mohun-bagan Mohunbagan Mohun Bagan Super Giants Mohun Bagan Indian Football Kolkata Football ISL
Advertisment