ব্রেন্ডন হ্যামিলের স্বদেশীয় তারকা ফুটবলার এবার আইএসএলে নাম লেখালেন। আসন্ন লিগে মুম্বই সিটি এফসির জার্সিতে খেলতে দেখা যাবে অস্ট্রেলীয় সেন্ট্রাল ডিফেন্ডার রস্টিন গ্রিফিথসকে। ৩৪ বছরের তারকা স্টপার মুম্বইয়ে যোগ দিচ্ছেন সিটি ফুটবল গ্রুপেরই অন্য দল মেলবোর্ন সিটি এফসি থেকে। এক বছরের চুক্তিতে মুম্বইয়ে সই করলেন অজি তারকা।
ঝলমলে বায়োডেটা নিয়ে ভারতে পা রাখছেন। ২০২০/২১ মরশুমে রস্টিন এ লিগে ডাবল খেতাব জয়ী স্কোয়াডের অংশ ছিলেন। এ লিগ প্রিমিয়ার এবং চ্যাম্পিয়নশিপ দুটোই জিতেছিলেন তারকা। পরের বছরে আরও একবার এ লিগে চ্যাম্পিয়ন হয় রস্টিনের মেলবোর্ন সিটি। মেলবোর্নের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আবির্ভাবের সিজনেও দলের রক্ষণ সামলেছেন তিনি।
আরও পড়ুন: কলকাতায় এবার মেসির দেশের ফুটবলার! ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করা তারকাই খেলবেন CFL-এ
এ লিগে প্রায় একদশক কাটানো রস্টিন গ্রিফিথস একাধিকবার অজি লিগে খেলেছেন ব্রেন্ডন হ্যামিলের বিরুদ্ধে। যদিও দুজনে এক দলে কখনও খেলেননি। তবে দুজনে একই শহরের দুই ক্লাবে খেলেছেন। রস্টিন যেমন মেলবোর্ন সিটিতে খেলেছেন টানা চার বছর। সেই সময়েই হ্যামিল খেলেছেন মেলবোর্ন হার্টের হয়ে। এ লিগের রক্ষণের সেই টক্কর এবার আইএসএলে। এটিকে মোহনবাগান যখন মুম্বই সিটি এফসির বিরুদ্ধে খেলতে নামবেন। পুরনো দ্বৈরথে নিজেদের ছাপিয়ে যাওয়ার ব্যক্তিগত দ্বৈরথে নামবেন হ্যামিল-গ্রিফিথস।
কেরিয়ার শুরু ইপিএলের ব্ল্যাকবার্ন রোভার্সের হয়ে। ব্ল্যাকবার্ন স্কোয়াডে খেলার সময় লোনে খেলে আসেন স্কটিশ প্রিমিয়ার লিগে। এরপরে নিজের দেশ অস্ট্রেলিয়ায় প্রত্যবর্তন করেন এ লিগে খেলার জন্য। এডিলেড ইউনাইটেডের হয়ে এ লিগে আত্মপ্রকাশ করার পরে খেলেছেন নর্থ কুইন্সল্যান্ড ফুরি, সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে। দুই জার্সিতেই নিজের জাত চিনিয়েছেন তারকা। ২০১১/১২ মরশুমে এ লিগের প্রিমিয়ার খেতাব জেতেন।
আরও পড়ুন: মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মোহনবাগানে খেলতে এসেই চ্যাম্পিয়ন! তিনিই এবার যোগ দিলেন মহামেডানে
এরপরে পারথ গ্লোরিতে যোগ দেওয়ার আগে রস্টিন অভিজ্ঞতা সঞ্চয় করেন চিনা সুপার লিগে গুয়াংঝু সিটি এবং ডাচ লিগে রোডা জেসির হয়ে খেলে। মেলবোর্ন সিটিতে কেরিয়ারের সবথেকে উজ্জ্বলতম সময় কাটানোর আগে খেলে আসেন উজবেকিস্তান সুপার লিগে পাখতোর তাসখেন্টের হয়ে।
আরও পড়ুন: বাগানে কৃষ্ণ-উইলিয়ামসদের বদলি বিদেশি স্ট্রাইকার কে! প্রকাশ্যে মুখ খুললেন কোচ ফেরান্দো
সবমিলিয়ে ক্লাব কেরিয়ারে ৩২১ ম্যাচ খেলে তাঁর নামের পাশে ১৩ গোল। মুম্বইয়ের মিডিয়া রিলিজে রস্টিন জানিয়েছেন, "ব্যক্তিগতভাবে এটা আমার কেরিয়ারে নতুন চ্যালেঞ্জ। তা নিতে আমি প্রস্তুত। ক্লাবের দৃষ্টিভঙ্গি এবং উচ্চাকাঙ্ক্ষা আমাকে এখানে নিয়ে এসেছে। কোচ দেস ব্যাকিংহ্যামের সঙ্গে মুম্বই সিটি এফসিতে সফলতার নতুন সীমায় নিয়ে যেতে চাই।"