Advertisment

ইস্টবেঙ্গলে চোট পাওয়া বিদেশি, ম্যান ইউ-র বিরুদ্ধে দুরন্ত গোলের মালিকও এবার ISL-এ

নর্থ ইস্টের জার্সিতে এবার খেলতে দেখা যাবে ডেনমার্কের আন্তর্জাতিক ফুটবলার মাইকেল জ্যাকবসেনকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ইস্টবেঙ্গল বুধবারই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করে দিল ষষ্ঠ বিদেশির নাম। এক মরশুম আগে এসিএল টিয়ার হওয়া জর্ডন ও'দোহার্তির ঠিকানা এবার ইস্টবেঙ্গল।

Advertisment

তবে একই দিনে খবর, নর্থ ইস্ট ইউনাইটেড করাতে চলেছে ডেনমার্কের জাতীয় দলের ফুটবলার মিচেল জ্যাকবসেনকে। ইউরোপের সেরার সেরা একাধিক ক্লাবে শুধু নয়, যিনি চ্যাম্পিয়ন্স লিগে গোল করেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়েও।

সিনিয়র পর্যায়ে জ্যাকবসেনের কেরিয়ার শুরু পিএসভি আইন্দোভেনের হয়ে। পিএসভির যুব স্তর থেকে সরাসরি উত্থান ঘটেছিল সিনিয়র দলে। তবে সিনিয়র দলে খুব বেশি খেলার সুযোগ পাননি।

আরও পড়ুন: দোহার্তিকে সই করিয়ে কি বড় ভুল করল ইস্টবেঙ্গল! সমর্থকদের চিন্তা বাড়ছে ভয়ঙ্কর আপডেটে

২০০৫-এ নিজের দেশের লিগে আলবর্ক এফসিতে যোগ দেন। সেন্টার ব্যাক এবং ডিফেন্সিভ মিডফিল্ডার দুই পজিশনেই খেলতে স্বচ্ছন্দ তারকা ২০০৭/০৮ সিজনে দলকে ড্যানিশ সুপারলিগা জিততে সাহায্য করেন।

সেই বছরেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে দুরন্ত গোল করার পরে জ্যাকবসেন ইউরোপের একাধিক ক্লাবের নজর কেড়ে নেন। প্রস্তাব পান একাধিক বার ক্লাবের। তবে তা সত্ত্বেও আলবার্কের হয়ে চুক্তি বাড়িয়ে নেওয়ার পথে হাঁটেন তিনি।

২০১০-এ জ্যাকবসেন লা লিগায় ইউডি আলমেইরায় লোনে যোগ দেন। লোন পিরিয়ডের পরে সরাসরি চুক্তির কথা বলা হয়েছিল আলমেইরার তরফে। তবে সেই সিজনে জ্যাকবসেন ৪৯টি ম্যাচ খেলেন স্প্যানিশ ক্লাবের হয়ে। তা সত্ত্বেও দ্বিতীয় ডিভিশনে অবনমন আটকানো যায়নি আলমেইরার।

শেষে ২০১২-য় ড্যানিশ লিগে প্রত্যাবর্তন ঘটে জ্যাকবসেনের। এবার অবশ্য আলমেইরা লোনে তাঁকে নিজের দেশে পাঠিয়ে দেয় এফসি কোপেনহেগেনের হয়ে খেলার জন্য।

আরও পড়ুন: বর্ণবিদ্বেষ বিতর্কে উত্তাল ডুরান্ড! ভয়ঙ্কর অভিযোগে হৈচৈ সুনীল-কৃষ্ণদের বেঙ্গালুরুর

এরপরে এজবার্গের হয়ে এক মরশুম খেলার পরে জ্যাকবসেন নাম লেখান এ লিগে। প্ৰথমে দু-বছর খেলেন মেলবোর্ন সিটিতে। সেখানকার ক্যাপ্টেনও হন তিনি। তারপরে সই করেন এডিলেড ইউনাইটেডে। চার বছর এডিলেডের হয়ে ৮৫টি ম্যাচও খেলে ফেলেছেন। এ লিগে দুই ক্লাবের হয়েই জিতেছেন এফএফএ পুরস্কার।

আন্তর্জাতিক পর্যায়ে ডেনমার্কের হয়ে যুব স্তরের সমস্ত দলে খেলার পরে সিনিয়র জাতীয় দলে অভিষেক ঘটে ২০০৯-এ। তারপরে দেশের জার্সিতে খেলেছেন ৫টি ম্যাচ।

নর্থ ইস্ট ইউনাইটেড বুধবারই ঘোষণা করে দিয়েছে ইস্টবেঙ্গলের অরিন্দম ভট্টাচার্যের অন্তর্ভুক্তি। অরিন্দমকে ভরসা জোগাতে সেন্টার ব্যাক হিসাবে এবার থাকবেন ড্যানিশ ডিনামাইট।

north east Indian Football Kolkata Football East Bengal Club ISL East Bangal East Bengal Eastbengal
Advertisment