/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/06/image-2022-06-25T001034.420_copy_1200x676.jpg)
চলতি মরসুমের দল বদলের বাজারে সবথেকে বড় চমক দিল সম্ভবত এটিকে মোহনবাগান। শুক্রবার রাতের দিকে কার্যত ফাইনাল হয়ে গেল এটিকে মোহনবাগানে তৃতীয় বিদেশি ডিফেন্ডার হিসাবে আগমন ঘটছে ফ্লোরেন্টিন পোগবার। যিনি সম্পর্কে বিশ্ব বিখ্যাত পল পোগবার দাদা।
তবে পল পোগবা ফ্রান্সের জাতীয় দলের ফুটবলার হলেও ফ্লোরেন্টিন খেলেন গিনির জাতীয় দলে। ভাই পলের মত বিখ্যাত না হলেও ফ্লোরেন্টিনের সিভিও চোখ ধাঁধানোর মত। ফ্রান্সের একাধিক ডিভিশনের ক্লাবে খেলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে মেজর সকার লিগে আটলান্টা ইউনাইটেডের জার্সিতেও খেলতে দেখা গিয়েছে তারকাকে। লিগা ওয়ানের সেডান, সেন্ট এঁটেইয়ের হয়ে খেলা সুপারস্টার গত দু মরশুম খেলছিলেন ফ্রান্সের দ্বিতীয় ডিভিশনে সচুকসের হয়ে। দুই মরশুম মিলিয়ে খেলেছেন ৪৮টি ম্যাচ। এবার তাঁর ঠিকানা হচ্ছে এটিকে মোহনবাগান।
আরও পড়ুন: হ্যামিলকে পাওয়ার পরই দুঃসংবাদ! ফেরান্দোর সঙ্গে ‘ঝামেলা’য় বাগান ছাড়ছেন সন্দেশ
ফ্লোরেন্টিনের সদ্য প্রাক্তন ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, "ফ্লোরেন্টিন পোগবা সচুস-মবেলি ছাড়ছেন। চুক্তির এখনও এক বছর বাকি রয়েছে। তবে গিনির জাতীয় দলের তারকা নতুন চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জ খুঁজছিলেন এবং ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপে এটিকে মোহনবাগানে ট্রান্সফার করা হল।"
🚨🦁 Florentin Pogba transféré au @atkmohunbaganfc à un an de la fin de son contrat.
👋 Le FCSM souhaite le meilleur à son désormais ancien défenseur central qui fêtera ses 32 ans dans quelques semaines.— FC Sochaux-Montbéliard (@FCSM_officiel) June 24, 2022
সেই বিবৃতিতে আরও বলা হয়েছে, "২০২০-র গ্রীষ্মে ক্লাবে ফ্লোরেন্টিনের আগমন ঘটেছিল। সচুইয়ের জার্সিতে দুই মরশুম খেলেছেন। ৬২টি লিগ ম্যাচ খেলেছেন। ক্লাবের পক্ষ থেকে ৩২ বছরে পা রাখতে চলা তারকার জন্য অনেক শুভেচ্ছা রইল।"
এএফসি কাপের লক্ষ্যে এটিকে মোহনবাগান আপাতত রক্ষণ সংগঠন মজবুত করতে চাইছে। বাগান কোচ নিজের পছন্দের ৩-৫-২ ছকে সেন্টার ব্যাক হিসাবে দু-জন বিদেশিকে চাইছিলেন। তিরিকে এখনও ক্লাব রিলিজ করেনি। সম্ভবত জানুয়ারি পর্যন্ত তিরির জন্য অপেক্ষা করা হবে। তার আগে হ্যামিলকে সই করিয়েছিলেন কোচ। হ্যামিলের সঙ্গেই এবার ডিপ ডিফেন্সে জুটি বাঁধতে দেখা যাবে ফ্লোরেন্টিনকে।
আরও পড়ুন: এই তিন তরুণ রক্ত সম্পদ হবেন সবুজ মেরুন জার্সির! সেরার সেরা প্রতিভাদের চিনে নিন
সন্দেশকে ছেড়ে দেওয়ার বিষয়টি প্রায় পাকা। সবমিলিয়ে এই মুহূর্তে বাগানে পাঁচ বিদেশির আবির্ভাব ঘটে গেল তিরিকে রেখে। ষষ্ঠ বিদেশি হিসাবে সেন্ট্রাল ফরোয়ার্ড সই করাতে পারে সবুজ মেরুন শিবির।