আইএসএল-এ খেলা অন্যতম নামি মুখ তিনি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, সাইপ্রাসের প্ৰথম শ্রেণির ফুটবলে খেলার অভিজ্ঞতা রয়েছে। আইএসএল-এ চ্যাম্পিয়নও হয়েছেন। সেই সিওয়াই গদার্ডকে সই করিয়ে ফেলল সের্জিও লোবেরার ওড়িশা এফসি। ট্রান্সফার সিজন সরকারিভাবে শেষ হচ্ছে বৃহস্পতিবার মাঝরাতে। আর দলবদলের মরশুমের শেষ ল্যাপে গদার্ডকে সই করিয়ে ঝড় তুলল লোবেরার ওড়িশা এফসি।
ইংরেজ বংশোদ্ভূত জাপানি এই উইঙ্গার জাপানের যুব জাতীয় দলে খেলেছেন। উত্থান টটেনহ্যাম হটস্পারের একাডেমি থেকে। তারপর সিরি-বি'র বেনভেনতো, সাইপ্রাসের শীর্ষ লিগে পাফোস-এ যেমন খেলেছেন তেমন এ-লিগে সেন্ট্রাল কোস্ট মেরিনার্স এবং ইউসিএল-এ চ্যাম্পিয়নশিপের ক্লাব ডেট্রয়েট সিটির হয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে এই উইঙ্গারের।
আরও পড়ুন: ইস্টবেঙ্গল ছাড়লেন স্প্যানিশ ক্যাপ্টেন, সমর্থকদের জন্য আবেগে ভাসলেন টুইটারে
২০২১-এ সাইপ্রাসের লিগে প্যাফোসের কোচ ছিলেন স্টিফেন কনস্টানটাইন। ঠিক এক বছর আগেই সেই প্যাফোসে খেলেছিলেন গদার্ড। একইভাবে অজি তারকা জেসন কামিন্সের সঙ্গেও কানেকশন রয়েছে গদার্ডের। সেন্ট্রাল কোস্ট মেরিনার্স-এর হয়ে এক মরশুম আগেই এ লিগ মাতিয়ে দিয়েছিলেন অজি তারকা। সেই মেরিনার্সদের হয়ে ঠিক এক সিজন আগেই খেলেছিলেন গদার্ড।
কেরিয়ারের অন্যতম সেরা সময় অবশ্যই মুম্বই সিটি এফসির হয়ে। সের্জিও লোবেরার কোচিংয়ে আইএসএল চ্যাম্পিয়ন হন তিনি। বেনভেনতো থেকে লোনে সেবার মুম্বই সিটিতে সই করেছিলেন তিনি। সেই সিজনেই আইএসএল জেতার সঙ্গে লিগ শিল্ড উইনার্স হয় মুম্বই। আর লোবেরার দুর্ধর্ষ স্কোয়াডের অন্যতম সৈনিক ছিলেন গদার্ড। ঘটনাচক্রে মুম্বইয়ের জার্সিতে আইএসএল-এর অভিষেক গোল-ই ছিল ওড়িশা এফসির বিপক্ষে। এবার সেই ওড়িশাতেই নাম লেখালেন তিনি। প্রাক্তন কোচের অধীনে। বৃত্ত সমাপ্ত হল গদার্ড-এর।
এমনিতে লোবেরার ওড়িশা এবার বেশ শক্তিশালী দল গড়েছে। আবার ভারত সেরা হওয়ার জন্য স্প্যানিশ গুরু ভরসা করেছেন নিজের পুরোনো শিষ্যদের ওপরেই। আহমেদ জাহু, মুর্তাদা ফলকে যেমন নিয়েছেন লোবেরা। তেমন রয় কৃষ্ণ আপফ্রন্টে জুটি বাঁধবেন দিয়েগো মরিসিওর সঙ্গে। কার্লোস ডেলগাদো, মুর্তাদা ফলের রক্ষণ এবার টুর্নামেন্টের অন্যতম সেরা। সবমিলিয়ে গদার্ডকে সই করানোর সঙ্গে ছয় বিদেশির কোটাও পূরণ করে ফেলল কলিঙ্গ রাজ্যের দলটি।