Advertisment

ধোনির জায়গায় পৌঁছতে পন্থের ১৫ বছর লাগবে: সৌরভ গঙ্গোপাধ্য়ায়

উইকেটকিপিং কিম্বা ব্য়াটিং। এর একটিতেও ছাপ রাখতে পারছেন না ঋষভ পন্থ। তাঁর সাম্প্রতিক ফর্ম প্রায় তলানিতে এসে ঠেকেছে। গ্রাফ ক্রমেই নিম্নমুখী। পন্থ মাঠে কোনও ভুল করলেই শুনছেন “ধোনি...ধোনি“ রব।

author-image
IE Bangla Web Desk
New Update
It will take Rishabh Pant 15 years to achieve what MS Dhoni has achieved’says Sourav Ganguly

ধোনির জায়গায় পৌঁছতে পন্থের ১৫ বছর লাগবে: সৌরভ গঙ্গোপাধ্য়ায়

উইকেটকিপিং কিম্বা ব্য়াটিং। এর একটিতেও ছাপ রাখতে পারছেন না ঋষভ পন্থ। তাঁর সাম্প্রতিক ফর্ম প্রায় তলানিতে এসে ঠেকেছে। গ্রাফ ক্রমেই নিম্নমুখী। পন্থ মাঠে কোনও ভুল করলেই শুনছেন “ধোনি...ধোনি“ রব।

Advertisment

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায় মনে করছেন এসবের সঙ্গে অভ্য়স্ত হয়ে উঠুক পন্থ। আর নিজে থেকেই খুঁজে নিক সাফল্য়ের রাস্তা। শুক্রবার ‘ইন্ডিয়া টুডে কনক্লেভ (ইস্ট))’-এ হাজির ছিলেন সৌরভ সেখানেই এই কথা বলেন তিনি।

আরও পড়ুন-ঋষভ ম্য়াচ-উইনার, আমরা ওর পাশেই আছি : বিরাট কোহলি

বাংলাদেশের বিরুদ্ধেও পন্থের ব্য়াটিংয়ের পাশাপাশি কিপিংও চূড়ান্ত সমালোচিত হয়েছিল। তিনি এসেছেন স্ক্য়ানারের নিচে। তাসত্ত্বেও পন্থেই অগাধ আস্থা টিম ম্য়ানেজমেন্টের। ভবিষ্য়তের কথা ভেবে তাঁর পাশেই থাকবে দল। গত বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ফের একবার সেই বার্তাই দিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছেন ঋষভের পাশে না-থাকাটা তাঁর প্রতি অসম্মানজনক হবে। শুধু বিরাটই নন রোহিতও অতীতে ব্য়াক করছেন পন্থকে। বলেছেন পন্থ একজন ম্য়াচ-উইনার।

সৌরভ কিন্তু কোহলি-রোহিতের দলে হাঁটলেন না। তিনি বলছেন, “পন্থ এসবের সঙ্গে অভ্য়স্ত হয়ে উঠুক। ওর জন্য়ই ভাল। ও নিজে কানে শুনুক। আর সাফল্য়ের রাস্তা খুঁজে নিক। ওর ওপর চাপ থাকবেই। ওই এই চাপের মধ্য়ে দিয়ে গিয়েই নিজের পথ পাবে। আর প্রতিদিন একটা করে ধোনি পাওয়া সম্ভব নয়।  ধোনি যা অর্জন করেছে সেই জায়গায় পন্থের যেতে ১৫ বছর লাগবে।”

আরও পড়ুন-‘দয়া করে ধোনিকে জিজ্ঞাসা করুন’, কোন প্রসঙ্গে এই কথা বললেন সৌরভ?

অন্য়দিকে সৌরভ ধোনির ভবিষ্য়তের প্রসঙ্গে বলছেন, “ধোনি ভারতীয় ক্রিকেটের জন্য় যা করেছে তার জন্য় ওকে ধন্য়বাদ জানানোর মতো ভাষা নেই বিসিসিআই-এর। আমার ওর ব্য়াপারে বিরাট এবং নির্বাচকদের সঙ্গে কথা বলছি। ভবিষ্য়তে আমরা সময় আসলে ধোনির ভবিষ্য়ত নিয়ে কথা বলব।”

Sourav Ganguly MS DHONI Rishabh Pant
Advertisment