Italian cricketer Thomas Jack Draca registered for IPL 2025 mega auction: আইপিএলের নিলাম শুরুর আগেই ইতিহাস গড়ে ফেললেন থমাস জ্যাক ড্রাকা। আইপিএলের ইতিহাসে প্ৰথম ইতালিয়ান ক্রিকেটার হিসেবে নিজের নাম নথিভুক্ত করলেন তিনি।
আইপিএল নিলামের জন্য নাম নথিভুক্ত করেছেন ১৫৭৪ জন ক্রিকেটার। সব মিলিয়ে ১০ ফ্র্যাঞ্চাইজির ২০৪ জন ক্রিকেটার বাছাইয়ের স্লটের জন্য লড়াই করবেন ১৫৭৪ জন। এর মধ্যে ১১৬৫ জন ক্রিকেটারই ভারতের। বিদেশি ক্রিকেটারের সংখ্যা ৪০৯ জন। আর বিদেশি ক্রিকেটারদের তালিকাতেও জ্বলজ্বল করছেন থমাস জ্যাক ড্রাকা।
বিদেশিদের মধ্যে সবথেকে বেশি নাম নথিভুক্ত করেছেন দক্ষিণ আফ্রিকান এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। ৯১ জন প্রোটিয়াজ ক্রিকেটার এবং ৭৬ জন অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবার আইপিএলে দল পাওয়ার লড়াইয়ে রয়েছেন। থমাস জ্যাক ড্রাকা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের টি২০ দুনিয়ায় বেশ পরিচিত মুখ।
কানাডার গ্লোবাল টি২০ লিগে খেলেন ব্রামটন উলভসের হয়ে। ৬ ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন ১০.৬৩ গড় এবং ৬.৮৮ ইকোনমি রেটে। সারের বিরুদ্ধে ৪ ওভারে ১৮ রান খরচ করার ফাঁকে নিয়েছিলেন ৩ উইকেই। দলকে ১৯৮ রান ডিফেন্ড করতে সহায়তা করেছিলেন। কানাডিয়ান লিগে ৬ ম্যাচে ১১ উইকেট শিকার করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছিলেন তিনি।
ইতালিয়ান ড্রাকা নিজেকে অলরাউন্ডার হিসেবে আইপিএলে নাম নথিভুক্ত করেছেন। আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হতে চলা ILt20-তে আসন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে এমআই এমিরেটস-এর হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ড্রাকা লুক্সেমবার্গ-এর বিরুদ্ধে অভিষেক ম্যাচেই ৪ ওভারে ১৫ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছিলেন।
এখনও পর্যন্ত ৪টে আন্তর্জাতিক ম্যাচ খেলে ড্রাকা ৮ উইকেট নিয়েছেন ৮.৫০ গড় এবং ৪.২৫ ইকোনমি রেটে। আইপিএলে নিলামে নিজের বেস প্রাইস রেখেছেন মাত্র ৩০ লক্ষ। কোনও দল তাঁকে কিনতে আগ্রহী হয় কিনা, সেটা আপাতত দেখার।
READ THE FULL ARTICLE IN ENGLISH