Advertisment

১৭ বছরের সম্পর্কে ইতি টানছেন বুফোঁ

আগামী শনিবার জুভেন্তাসের জার্সিতে শেষবার তে-কাঠির নিচে দাঁড়াবেন জিয়ানলুইগি বুফোঁ। ক্লাবের সঙ্গে দীর্ঘ ১৭ বছরের সম্পর্ক ছিন্ন করতে চলেছেন এই প্রজন্মের অন্যতম সেরা গোলকিপার।

author-image
IE Bangla Web Desk
New Update
Italy’s Gianluigi Buffon to leave Juventus after 17 years

১৭ বছরের সম্পর্কে ইতি টানছেন বুফোঁ

আগামী শনিবার জুভেন্তাসের জার্সিতে শেষবার তে-কাঠির নিচে দাঁড়াবেন জিয়ানলুইগি বুফোঁ। ক্লাবের সঙ্গে দীর্ঘ ১৭ বছরের সম্পর্ক ছিন্ন করতে চলেছেন এই প্রজন্মের অন্যতম সেরা গোলকিপার। বৃহস্পতিবার, অর্থাৎ আজ, সাংবাদিক বৈঠক করে বুঁফো জানিয়ে দিলেন জুভেন্তাস থেকে অবসরের কথা।

Advertisment

বছর চল্লিশের বুফোঁ সাদা-কালো জার্সিধারীদের হয়ে ন’টি সেরি আ (Serie A) খেতাব জিতেছেন। জুভদের জার্সিতেই শেষ ম্যাচটাও তিনি এই টুর্নামেন্টে খেলবেন ভেরোনার বিরুদ্ধে। গত রবিবারই টানা সাতবার ও মোট ৩৪ বার সেরি আ জেতার নজির গড়েছে জুভেন্তাস। এদিনের সাংবাদিক সম্মেলনে  বারবার বুফোঁর চোখ ভিজে যাচ্ছিল। ধরা গলায় ইতালিয়ান কিংবদন্তি বললেন, “জুভেন্তাসের হয়ে শনিবার শেষ ম্যাচ খেলব। আমি মনে করি এত সুন্দর একটা অ্যাডভেঞ্চার এর চেয়ে ভালভাবে শেষ করতে পারতাম না।”

এদিন বুফোঁ সাফ জানিয়ে দিলেন যে কিছুদিন আগে পর্যন্ত তিনি মনে করেছিলেন আর খেলবেন না, কিন্তু এখন তাঁর কাছে প্রচুর প্রস্তাব রয়েছে। এও জানালেন, যে ২০১৮ বিশ্বকাপ খেলে তবেই তিনি অবসর নেবেন ঠিক করেছিলেন। কিন্তু ১৯৫৮-র পর এই প্রথম ইতালি বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারল না। রাশিয়ায় মাঠে নামতে পারলে ছ’টি বিশ্বকাপ খেলার নজির গড়তেন তিনি।

Gianluigi Buffon Juventus
Advertisment