একটু পরেই বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে ভারত। চলতি দু'ম্যাচের টি-২০ সিরিজে ভারত এই মুহূর্তে পিছিয়ে রয়েছে। গত ম্যাচে শেষ বলের রুদ্ধশ্বাস থ্রিলারে অস্ট্রেলিয়া তিন উইকেটে ম্যাচ জিতে নেয়। এদিন জিততে মরিয়া কোহলি অ্যান্ড কোং। এদিন ভারতীয় দলের তিন মহারথী দাঁড়িয়ে আছেন ছয় মারার নয়া রেকর্ডের সামনে।
প্রথমেই আলোচনায় আসবে ভারতের হিটম্যান রোহিত শর্মার নাম। রোহিতের প্রয়োজন মাত্র দু'টি ছয়। তাহলেই তিনি ক্রিস গেইলকে ছাপিয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের সর্বোচ্চ ছক্কার মালিক হয়ে যাবেন। অন্যদিকে বিরাট ও এমএস ধোনি টি-২০ ক্রিকেটে ছয়ের হাফ সেঞ্চুরি থেকে যথাক্রমে দুই ও এক ধাপ দূরে রয়েছেন। বিশাখাপত্তনমে রোহিত-কোহলি দু'জনেই নিজেদের ছাপ রাখতে ব্যর্থ হন। অন্যদিক ধোনি সমালোচিত হয়েছেন আরও একবার মন্থর ব্যাটিং করে।
আরও পড়ুন: নেটে ঝলসালেন রাহুল, জিততে মরিয়া টিম ইন্ডিয়া
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় প্রথম চারে রয়েছেন:
১) ক্রিস গেইল (উইন্ডিজ)- ৫২ টি ইনিংসে ১০৩টি ছয়।
২) মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)- ৭৪ ইনিংসে ১০৩টি ছয়।
৩) রোহিত শর্মা (ভারত)- ৮৬ ইনিংসে ১০২টি ছয়।
৪) ব্র্যান্ডন ম্যাকালাম (নিউজিল্যান্ড)- ৭০ ইনিংসে ৯১টি ছয়
ভারতীয় ক্রিকেটারদের মধ্য়ে কারা আন্তর্জাতিক টোয়েন্টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছয় মেরেছেন:
১) রোহিত শর্মা-৮৬ ইনিংসে ১০২টি ছয়।
২) যুবরাজ সিং-৫১ ইনিংসে ৭৪টি ছয়।
৩) সুরেশ রায়না-৬৬ ইনিংসে ৫৬টি ছয়।
৪) এমএস ধোনি-৮৪ ইনিংসে ৪৯টি ছয়।
৫) বিরাট কোহলি-৬১ ইনিংসে ৪৮টি ছয়।