বাইশ গজে অনন্য় নজির গড়লেন জেমস অ্যান্ডারসন। বিশ্বের প্রথম বোলার হিসাবে খেলে ফেললেন ১৫০টি টেস্ট। এর আগে কোনও স্পেশালিস্ট বোলারের এই কৃতিত্ব নেই।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনেই এই মাইলস্টোন স্পর্শ করলেন এই প্রজন্মের অন্য়তম সেরা ফাস্টবোলার। এদিন সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে ম্য়াচ শুরুর আগে অ্যান্ডারসনের হাতে বিশেষ ক্য়াপ তুলে দেন প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক নাসির হুসেন। সেই ছবি ইংল্য়ান্ড ক্রিকেট থেকেই টুইট করা হয়েছে।
সালটা ছিল ২০০৩। তারিখ ২২ মে। ২০ বছর পয়সে ইংল্য়ান্ডের হয়ে টেস্ট অভিষেক করেছিলেন অ্যান্ডারসন। এতগুলো বছরে তিনি সর্বকালের সেরা পেসারদের তালিকায় নিজের নাম নথিভুক্ত করে ফেলেছেন। ২৬.৯৪-এর গড়ে অ্যান্ডারসন নিয়েছেন ৫৭৫টি উইকেট। অতীতে শেন ওয়ার্নের ঝুলিতে ছিল বোলার হিসাবে সর্বাধিক টেস্ট খেলার কৃতিত্ব। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্য়াটে অজি কিংবদন্তি ১৪৫টি ম্য়াচ খেলেছিলেন। ওয়ার্নের পরে তিনে রয়েছেন অ্যান্ডারসনের সতীর্থ স্টুয়ার্ট ব্রড। ১৩৫ নম্বর টেস্ট খেলছেন তিনি।
আরও পড়ুন-অবসরের পথে ভার্নন ফিলান্ডার, জানিয়ে দিলেন চূড়ান্ত সিদ্ধান্ত
সার্বিক বিচারে সবচেয়ে বেশি টেস্ট খেলা ক্রিকেটারদের তালিকায় সাত নম্বরে অ্যান্ডারসন। সবার ওপরে শচীন তেন্ডুলকর (২০০টি টেস্ট), দুয়ে রিকি পন্টিং ও স্টিভ স্মিথ (১৬৮), তিনে জ্য়াক ক্য়ালিস (১৬৬), চারে শিবনারায়ণ চন্দ্রপল ও রাহুল দ্রাবিড় (১৬৪)। এরপর পাঁচে অ্যালেস্টার কুক (১৬১) ও ছয়ে অ্যালান বর্ডার (১৫৬)।) ইংল্য়ান্ডের ক্রিকেটারদের মধ্য়ে সর্বাধিক টেস্ট খেলা ক্রিকেটারদের তালিকায় দুয়ে আছেন অ্যান্ডারসন। একে প্রাক্তন ইংল্য়ান্ড অধিনায়ক অ্যালেস্টার কুক (১৬১)। এরপর অ্যান্ডারসন, ব্রড, অ্যালেক স্টুয়ার্ট (১৩৩)। পাঁচে ইয়ান বেল/ গ্রাহাম গুচ (১১৮)
এদিন টস জিতে ফাফ দু প্লেসিসের দলকে ব্য়াটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন জো রুট।ডিন এলগার ও আইদেন মারক্রম ব্য়াট করতে নামেন। অ্যান্ডারসন বল হাতে শুরু করেন। প্রথম ওভারের প্রথম বলেই এলগারকে আউট করে দেন। জস বাটলারের হাতে ক্য়াচ তুলে দেন প্রোটিয়া ওপেনার। রায়ান সাইডবটম, জিওফ আর্নল্ড ও মরিস টেটের পর অ্য়ান্ডারসন ইংল্য়ান্ডের চতুর্থ। বোলার হিসাবে টেস্ট ম্য়াচের প্রথম বলেই উইকেট নেওয়ার স্বাদ পান। আর্নল্ড এই কৃতিত্ব দু'বার দেখিয়েছেন।