Advertisment

Shubman Gill: গোপন রাখতে চেয়েছিলেন গিল, ফাঁস করলেন অ্যান্ডারসন! সিরিজ শেষ হলেও ধুন্ধুমার বিতর্ক জারিই থাকল

James Anderson reveals Shubman Gill sledging: কুলদীপ যাদবকে আউট করে নিজের স্বপ্নের মাইলফলকে পৌঁছে যান আন্ডারসন। ১৮৭ টেস্টে তিনি এই নজির গড়েন। প্ৰথম পেস বোলার হিসাবে এই কীর্তি স্থাপন করেন ইংরেজ তারকা।

author-image
IE Bangla Sports Desk
New Update
James Anderson, Shubman Gill, India vs England

India vs England 5th test: পঞ্চম টেস্টে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েছিলেন গিল-আন্ডারসন (টুইটার)

India vs England Dharamshala Test: ধর্মশালা টেস্টের দ্বিতীয় দিনে জেমস অ্যান্ডারসনের সঙ্গে মাঠেই লেগে গিয়েছিল শুভমান গিলের। দিনের শেষে কিংবদন্তি ইংরেজ পেসারের সঙ্গে কী নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েছিলেন, তা প্রকাশ করতে চাননি গিল। বলে দিয়েছিলেন, সেটা নিজেদের কাছেই রাখতে চান। তবে বিবিসি টেলএন্ডার পডকাস্টে অ্যান্ডারসন পুরোটা খোলসা করেছেন।

Advertisment

ধর্মশালা টেস্টেই অ্যান্ডারসন টেস্টে কেরিয়ারের ৭০০ তম উইকেট শিকার করেন। আর গিল হলেন তারকার ৬৯৯তম শিকার। আন্ডারসন জানিয়েছেন শতরানকারী গিলকে আউট করে কী বলেছিলেন, "ভারতের বাইরে রান-টান কিছু করতে পারো? এরকম কিছু একটা ওঁকে জিজ্ঞেস করি। তারপরেই গিল আমাকে বলে, অবসর নেওয়ার সময় হয়ে গিয়েছে! এর দু-বল পরেই ওঁকে আউট করি।"

কুলদীপ যাদবকে আউট করে নিজের স্বপ্নের মাইলফলকে পৌঁছে যান আন্ডারসন। ১৮৭ টেস্টে তিনি এই নজির গড়েন। প্ৰথম পেস বোলার হিসাবে এই কীর্তি স্থাপন করেন ইংরেজ তারকা।

সেই পডকাস্টে আন্ডারসন বলে দেন, কুলদীপ নাকি আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন, তিনিই হবেন তারকার ৭০০ তম শিকার। "থার্ড ম্যানে ব্যাটের কানায় লেগে এক রান পূর্ণ করেছিল কুলদীপ। আমি যখন বোলিং মার্কে ফিরে যাচ্ছিলাম, সেই সময় কুলদীপ বলে, আমিই তোমার ৭০০ তম উইকেট হতে চলেছি। এমন নয় যে ও আউট হয়ে যাবে। তবে কোথাও নাকি ওঁর মধ্যে এমন একটা ভাবনা এসেছিল। আমরা দুজনেই এরপরে হেসেছিলাম।" বলছিলেন ৪১ বছরের সুইং মায়েস্ত্র।

England Test cricket Indian Cricket Team Shubman Gill England Cricket Team
Advertisment