Jamie Overton: ওভারটনের ছোট্ট ভুলেই পরাস্ত চেন্নাই? প্রশ্ন হতাশ সমর্থকদের

Jamie Overton Catch: আইপিএল টুর্নামেন্টে জেমি ওভারটনের ডেবিউ একেবারে স্মরণীয় হয়নি। মাত্র ২ ওভার বল করেই তিনি ৩০ রান খরচ করেন। পাশাপাশি একটাও উইকেট তিনি শিকার করতে পারেননি।

Jamie Overton Catch: আইপিএল টুর্নামেন্টে জেমি ওভারটনের ডেবিউ একেবারে স্মরণীয় হয়নি। মাত্র ২ ওভার বল করেই তিনি ৩০ রান খরচ করেন। পাশাপাশি একটাও উইকেট তিনি শিকার করতে পারেননি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Jamie Overton

চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার জেমি ওভারটন

২০২৫ আইপিএল (IPL) টুর্নামেন্টের লড়াই ইতিমধ্যে জমে উঠেছে। রবিবার (৩০ মার্চ) গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে রাজস্থান রয়্য়ালসের (Rajasthan Royals) বিরুদ্ধে খেলতে নেমেছিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। এই ম্যাচে চেন্নাই সুপার কিংস ৬ রানে হেরে গিয়েছে। আর চেন্নাইয়ের হারের পর অনেকেই জেমি ওভারটনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। 

Advertisment

আইপিএল টুর্নামেন্টে জেমি ওভারটনের ডেবিউ একেবারে স্মরণীয় হয়নি। মাত্র ২ ওভার বল করেই তিনি ৩০ রান খরচ করেন। পাশাপাশি একটাও উইকেট তিনি শিকার করতে পারেননি। পাশাপাশি ফিল্ডিং করার সময়ও একটি মারাত্মক ভুল করেছেন তিনি। CSK-র হারের পর সেকারণেই ওভারটনকে কাঠগড়ায় তোলা হচ্ছে। কী সেই ভুল? আসুন, আলোচনা করে নেওয়া যাক।

আসলে ১৬ ওভারে ব্যাট করতে নেমেছিলেন রাজস্থান রয়্যালসের ব্য়াটার শিমরন হেটমায়ার। তখন মাত্র ৩ রানে দাঁড়িয়ে ছিলেন হেটমায়ার। এমন একটা সময় ওভারটন তাঁর একটি সহজ ক্যাচ হাতছাড়া করেন। এই ম্যাচে হেটমায়ার শেষপর্যন্ত ১৬ বলে ১৯ রান করেন। আর সেই দৌলতে রাজস্থান নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান করে। 

এরপর ব্যাট হাতেও চেন্নাইকে জেতানোর সুযোগ এসেছিল ওভারটনের সামনে। ধোনি আউট হওয়ার পর তিনি ব্যাট করতে নেমেছিলেন। শেষ ওভারের চতুর্থ বলে সন্দীপ শর্মাকে একটি বিশাল ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। শেষ ২ বলে চেন্নাইয়ের জয়ের জন্য ১১ রান দরকার ছিল। কিন্তু, সেটা তিনি করতে পারেননি। আর সেকারণেই চেন্নাইয়ের হারের পর ওভারটনের দিকে আঙুল উঠতে শুরু করেছে।

IPL Rajasthan Royals CSK Chennai Super Kings