/indian-express-bangla/media/media_files/2025/01/25/OtwTRHhFLzKZQg2fan4A.jpg)
Mumbai vs Jammu-Kashmir: মুম্বইকে হারিয়ে ইতিহাস জম্মু-কাশ্মীরের (টুইটার)
Mumbai vs J&K in Ranji Trophy: ২০১৪-য় শেষবার মুম্বইকে ওয়াংখেড়েতে হারিয়ে নজির গড়েছিল জম্মু-কাশ্মীর। সেই জয়ের একদশক পর জম্মু-কাশ্মীর আবার-ও হারাল তারকা খচিত মুম্বইকে। রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার, অজিঙ্কা রাহানে, শিভম দুবে, শার্দূল ঠাকুরের মত টিম ইন্ডিয়ার সুপারস্টাররা খেললেও কাশ্মীর হারিয়ে দিল হেভিওয়েট দলকে। দুই ইনিংসেই ব্যর্থ মুম্বইয়ের ব্যাটিং লাইনআপের একের পর এক মহারথী।
প্ৰথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও মুম্বইকে অপ্রত্যাশিত জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন শার্দূল ঠাকুর। সেঞ্চুরি করে মুম্বইকে ম্যাচে ফিরিয়েছিলেন টিম ইন্ডিয়া থেকে বাদ পড়া শার্দূল। তবে ২০৫ রানের বেশি লিড নিতে পারেনি মুম্বই। সেই রান জম্মু-কাশ্মীর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়েই তুলে দেয়।
ওপেনিং জুটিতে শুভম খাজোরিয়া এবং ভিভ্রান্ত শর্মা ৭৫ রানের পার্টনারশিপ গড়েন। আব্দুল সামাদও ২৫ করেন। তবে দলকে জয়ের সরণিতে পৌঁছে দেন আবিদ মুস্তাক (৩২)। রোহিত রঞ্জিতে বহু বছর পর প্রত্যাবর্তন করে দুই ইনিংস মিলিয়ে করলেন মাত্র ৩২ রান। ফলাফলে হতাশ হলেও তাঁকে দেখা যায় জম্মু-কাশ্মীরের প্লেয়ারদের অভিবাদন জানাতে।
বিকেসি ময়দানে জম্মু-কাশ্মীরের পেসারদের কাছেই ধসে গেল মুম্বইয়ের হেভিওয়েট ব্যাটিং লাইন আপ। যুধবীর সিং (৭), উমর মির (৬) এবং আকিব নবি (৬) মিলে বিপক্ষের ২০ উইকেটের মধ্যে ১৯ উইকেটই দখল করলেন দুই ইনিংস মিলিয়ে।
জম্মু কাশ্মীর ৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে আপাতত গ্রুপ পর্বের শীর্ষস্থানে চলে এল। গ্রুপের শেষ ম্যাচ বাকি রয়েছে বরোদার বিপক্ষে। সেই ম্যাচে ১ পয়েন্ট অর্জন করলেই নকআউট পর্বে পৌঁছে যাবে।